চর্চা

35

নেছার আহমদ নেছার

আকাশ থেকে ঝরে পড়া অঝর বৃষ্টি নয়
প্রচন্ড তাপদাহে অতিষ্ঠ জীবন-
কোন প্রেম কাঙ্গাল বিমর্ষ ক্ষত বিক্ষত অবয়বে
ব্যাকুল বিরহী নয়-
শত বাসনায় সাজানো দু’টি মনের
প্রগাঢ় আসক্তির মাঝে একান্ত মিলন।

আগ্নেয়াস্ত্রে বিদীর্ণ করা বুক কোন নিষ্পাপ
ছাত্রের নিথর দেহ নিয়ে জননীর বিলাপ নয়
বহু বছরের প্রতীক্ষার পথ চেয়ে থাকা দম্পতির
নবজাতকের জন্ম উৎসব
অনুভূতিহীন কোন ব্যক্তির সকরুণ নিষ্ঠুর
আচরণের বিদ্রƒপ নয়-
ধর্ম, সমাজ, মানবতাবাদী কোন কালজয়ী
মহামানবের সৃষ্টি ও আদর্শের চর্চা।