পৈশাচিক আত্মতৃপ্তি

28

ছাদিকুর রহমান

আমিত মজেছি এখন আমার আমিতে
কি লাভ আছে বল ভেবে তুমিতে?
দুনিয়ার যত সুখ শান্তি চাই শুধু আমার
এক দন্ড সময় নেই খবর নিতে তোমার
চাই চাই খাই খাই কিছু নাহি বাদ
কিছু যায় আসেনা হলে হউক অপবাদ
রাক্ষুসী ক্ষুধা পেটে আমার মিটবে কিসে হায়
সব কিছু খেয়েও আরও খেতে চায়
অন্যর পেটে লাথি মেরে খাবার খেতে চাই
ভদ্র আমি শান্তি প্রিয় তাতেই সুখ পাই
হিংস্র তুমি পাগল তুমি হে ভদ্রলোক
দেখাও তুমি সাহস থাকলে মুখোশের ভিতরের মুখ