অমর প্রেম

43

মোঃ আব্দুল কাদের

ভালোবাসা যেন অমর কাব্য
হয় যদি তা স্বার্থহীন
খাদ মিশিলে ভালোবাসায়
হয় যেন তা মরণবীণ।

স্বার্থ যেখানে মুখ্য সেখানে
ভালোবাসা হয় অর্থহীন
স্বার্থের মাঝে ভালোবাসা বাঁচে
স্বার্থ ফুরালে হয় বিলীন।

লাইলী – মজনু শিরী -ফরহাদ
প্রেমেতে সমুজ্বল
মমতাজ প্রেমে শাজাহান গড়েছে
আগ্রার তাজমহল।

প্রেমের ভুবনে সফল প্রেমিক
ত্যাগের মহিমায়
অমর প্রেমের বর্তিকা নিয়ে
এলেন শ্যাম ও রাই।

অমর প্রেমে দুঃখ আছে
তবুও তা অবিনশ্বর
তারই মাঝে বসত করেন
প্রভু স্বয়ং জগদীশ্বর।