বর্ষা বিদায়

13

ছৈয়দুল করিম

বর্ষা তুমি যাচ্ছ কোথায়
ধমকা হাওয়ার বেগে,
আকাশ ডাকা মেঘের রাশি
নিচ্ছ কোথায় লুকে।
বর্ষা তুমি রাণী সেজে
আসলে নগর তীরে,
হঠাৎ যাওয়ার ইচ্ছে কেনো
দেশ ডুবানোর পরে?
বর্ষারাণীর মায়ায় পড়ে
মনে খুশির ঢল,
হঠাৎ আকাশ নীল দেখাতেই
মুখে অশ্রুর জল।
সূর্যের হাসি নীল আকাশে
রঙ্গের ছড়াছড়ি,
বর্ষারাণী বিদায় নিল
এতো তাড়াতাড়ি।
বর্ষারাণী ঋতু শেষে
যাচ্ছো বুঝি যাও,
নতুন রূপে আসবে তুমি
শুভকামনা সাথে নাও।