বিশ্বনাথে কৃষকের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণ

35

বিশ্বনাথ থেকে সংবাদদাতা  :
অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৭৫৫জন কৃষকের মধ্যে নগদ টাকা ও ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। তাদের প্রত্যেককে ৩০ কেজি চাল ও নগদ ৫০০ টাকা করে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে চাল বিতরণের উদ্বোধন করেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী।
বক্তব্যকালে তিনি বলেন, আ’লীগ সরকার কৃষি বান্ধব সরকার। তাই অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত বিশ্বনাথের কৃষকরা বার বার সরকারি ত্রাণ সহাযতা পাচ্ছেন। বিশেষ করে দৌলতপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষক ও বন্যাকবলিতদের মধ্যে ভিজিএফ’র ৩০কেজি চাল ও নগদ ৫০০টাকা করে তৃতীয়বারের মতো প্রকৃত কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে।
সচিব নারায়ন দেবনাথের উপস্থাপনায় ভিজিএফের চাল বিতরণকালে ইউপি সদস্য নুর উদ্দিন, গোলাম হোসেন, আবদুল মজিদ, ওয়াহাব আলী, আনোয়ার হোসেন, তালুকদার শাহীন আহমদ, ছুরাব আলী, আমির আলী, সংরক্ষিত মহিলা সদস্যা সমতা বেগম, শাহানারা বেগম ও রাসনা বেগম উপস্থিত ছিলেন।