সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভায় বক্তারা ॥ ভৌতিক বিদ্যুৎ বিল দিয়ে হয়রানী বন্ধের দাবী

31

সিলেট বিভাগ গণদাবী ফোরামের এক আলোচনা সভা বৃহস্পতিবার বিকেলে নগরীর সুরমা মার্কেটস্থ ৩/১৩ কার্যালয়ে সংগঠনের কেন্দ্রিয় প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ¦ আখলাক আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুস শহীদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ইয়াওর বক্ত চৌধুরী, সহ সভাপতি বিয়ানীবাজার থানার মাথিউরা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান জমির উদ্দিন আহমদ, কাউন্সিলর কোহিনুর ইয়াছমিন ঝর্ণা, কাউন্সিলর জাহানারা খানম মিলন, সাংগঠনিক সম্পাদক নাজিম বিন নজরুল, কোষাধ্যক্ষ ধনঞ্জয় চৌধুরী,মহিলা বিষয়ক সম্পাদিকা রতœা বেগম, সমাজ কল্যাণ সম্পাদক হাসন বকস চৌধুরী, উন্নয়ন বিষয়ক সম্পাদিক ফারজানা রহমান, সহ দপ্তর সম্পাদক দিপাল চক্রবর্ত্তী, আনোয়ার উদ্দিন বোরহানাবাদী, সাংবাদিক শাহীন উদ্দিন, লিজা তালুকদার, নেয়ারুন বেগম, শ্রী রাণী ঝর্ণা চক্রবর্ত্তী, মোঃ রাহাত আহমদ, রুনা আক্তার, অভি, সামাদ আহমদ জাবেদ, মোঃ তারেক আহমদ, এম.এ জলিল, আব্দুস শহীদ, আব্দুল গনি, মোঃ মতিউর রহমান, এম.এ পাশা, ছবিরুন বেগম, আনোয়ারুজ্জামান চৌধুরী প্রমুখ। সভায় নিম্নোক্ত দাবী-দাওয়ার বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়। দাবীগুলো হচ্ছে- সিলেটে ভৌতিক বিদ্যুৎ বিল দিয়ে জনগণকে হয়রানি করা হচ্ছে। বিষয়টি তদন্ত করার জোর দাবী জানানো হয়। পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন হওয়া সত্ত্বেও ইদানিং ঘন ঘন লোশেডিং করে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। তা বন্ধের দাবী জানানো হয়। গোলাপগঞ্জ হতে ঢাকাদক্ষিণ হয়ে তিলপারা হয়ে মাথিউরা হয়ে বিয়ানীবাজার পর্যন্ত রাস্তা সংস্কারের জোর দাবী জানানা হয়েছে। এছাড়াও দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার-ঢাকাদক্ষিণ সড়কটি দ্রুত সংস্কারের জন্য দাবী জানিয়েছেন নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি