শ্রীমঙ্গলে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা !

29

শ্রীমঙ্গল থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত দুই দিন ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিপাত হয়েছে।শ্রীমঙ্গলসহ জেলায় আরও দুই দিন এ রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
গত ৩০ মার্চ মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শ্রীমঙ্গলে মাঝারি বৃষ্টি হলেও বুধবার সকাল থেকে হালকা আর দুপুর থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে কয়েক দফা ভারী বৃষ্টিপাত হয়।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক হারুন-অর-রশীদ জানান, আগামী দুই দিনও এ ধরনের বৃষ্টিপাত হতে পারে। বুধবার বিকেল থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত  শ্রীমঙ্গল সদরে ২০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।
মৌলভীবাজার জেলা কৃষি তথ্য ও যোগাযোগ অফিসার হাবিবুর রহমান মুঠোফোনে বলেন, বোরো, মৌসুমি ফল ও বিভিন্ন জাতের শাকসবজির জন্য এই বৃষ্টি অতন্ত উপকারী।