দুর্গাপূজা উপলক্ষে লাক্কাতুরা চা বাগানে সাহেদ মুহিতের বস্ত্র বিতরণ

67

সিলেট সিক্সার্সের চেয়ারম্যান সাহেদ মুহিত বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির আধ্যাত্মিক নগরী সিলেট। এখানের Shahed Muhith Pic 27.09.17অধিকাংশ লোকই অসাম্প্রদায়িক চেতনার। সকল ধর্ম, বর্ণ, জাতি গোষ্ঠীর মানুষ যেন বাংলাদেশে সহাবস্থান করেন সুখ, শান্তি, নির্ভয়ে ও নিরাপদে। প্রতিটি পূজা মন্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আমাদের প্রত্যাশা শারদ উৎসব সকল বাঙালির প্রাণে অসাম্প্রদায়িক মহামিলনের আনন্দ অনুভুতি বহমান রাখবে অনন্তকাল।
তিনি বুধবার দুপুরে সিলেট সদর উপজেলার লাক্কাতুরা চা বাহানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণকালে এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি আব্দুর রহমান জামিল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, অর্থমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা কিশোর ভট্টাচার্য্য জনি, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকর্মী এ কে এ লায়েকসহ বাগানের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি