রোটারী কসমোপলিটন ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ ॥ শিশুদেরকে সুষ্ঠুভাবে পরিচর্যার মাধ্যমে দেশ ও জাতি উপকৃত হবে

46

সিলেট সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বলেছেন, শিশুদেরকে সুষ্ঠুভাবে পরিচর্যা করতে পারলে দেশ ও জাতি উপকৃত হবে। কিন্তু দারিদ্রতা এবং অসহায়ত্বের কারণে তারা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। সমাজ ও দেশের কল্যাণের স্বার্থে সকলকে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে হবে।
রোটারী ক্লাব অব সিলেট কসমোপলিটন-এর উদ্যোগে এয়ারপোর্ট রোডস্থ চৌকিদেখী সূর্যোদয় এতিম স্কুলে অসহায় ও গরীব ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মনজুর আহমদ খান’র সভাপতিত্বে গত শনিবার সূর্যোদয় এতিম স্কুলে এই শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাব সেক্রেটারী রোটারিয়ান ডা. মো. কামরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোটারী ডিজিএন লে. কর্ণেল (অব) এম. আতাউর রহমান পীর। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিপি রোটারিয়ান কপিল উদ্দিন বাবলু, পিপি রোটারিয়ান কামাল আহমদ, পিপি রোটারিয়ান ইফতিয়াক হোসেন মনজু, আইপিপি রোটারিয়ান সাহেদ হোসাইন, রোটারিয়ান এডভোকেট আব্দুস সাদেক লিপন, রোটারিয়ান এস এম বোরহান উদ্দিন, রোটারিয়ান গোলজার হোসেন চৌধুরী, রোটারিয়ান ডা. ইমদাদুল হক, রোটারিয়ান ফাতেহা খানম, রোটারিয়ান বদরুজ্জামান, রোটারিয়ান মঈন উদ্দিন, রোটারিয়ান কয়েস উদ্দিন, রোটারিয়ান মনসুর আহমদ, রোটারিয়ান আবু সুফিয়ান দুলাল, সৈয়দ আরিফ আহমদ, রোটারিয়ান আয়াছ উদ্দিন, রোটারিয়ান মামুনুর রশিদ জুনু, সূর্যোদয় এতিম স্কুল ম্যানেজিং কমিটির উপদেষ্টা কামরুজ্জামান চৌধুরী জাফর, ম্যানেজিং কমিটির সভাপতি হাসান তালুকদার সুহেল, সেক্রেটারী কামাল আহমদ, ডা. বাবলী দেবী সিনহা, ডা. মুহাম্মদ গোলাম রাব্বী, ডা. নূরুল আমীন, ইঞ্জিনিয়ার মোজাম্মেল হকসহ অনুষ্ঠানে সূর্যোদয় এতিম স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি