সিলেটে আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ১২

3

স্টাফ রিপোর্টার

সিলেট বিভাগে পৃথক অভিযানে বিভিন্ন স্থান থেকে আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানসহ ১২ জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার সিলেটের মৌলভীবাজারের কুলাউড়া থেকে এক ইউপি চেয়ারম্যানসহ ৩ আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, জয়চন্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রব মাহবুব, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন লেবু ও লোকমান মিয়া।
সুনামগঞ্জের ছাতকে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৪ জন ও সাজাপ্রাপ্ত ১ জনসহ মোট ৫ জন পলাতক আসামী গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে পুলিশের পৃথক অভিযানে আসামীদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হলেন, উপজেলার আনুজানি গ্রামের কাচাই মিয়ার পুত্র কাপ্তান মিয়া (৩৫), মশ্রব আলীর পুত্র জানাই মিয়া (৩০), সুরুজ মিয়ার পুত্র আশক আলী (৫০), কচুর গাঁও গ্রামের আছির আলীর পুত্র লিলু মিয়া (৪৩)ও পৌর সভার গণক্ষাই গ্রামের জমির আলীর পুত্র সাকির আলী (৩২)। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা মামলায় ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি ও ইউপি সদস্য জামাল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ১১ টার দিকে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার নালমুখ থেকে তাকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত জামাল মিয়া উপজেলার মিরাশি ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি ও একই ইউনিয়নের পড়াঝার গ্রামের বাসিন্দা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় আওয়ামী লীগ ক্যাডার, চোরাকারবারির হোতা সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বোগলাবাজার ইউপি সদস্য জামিল খান (৩৯) কে গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার বোগলাবাজার থেকে সুনামগঞ্জ সদর মডেল থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় জামিল খানকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার বোগলাবাজার ইউনিয়নের নোয়াডর গ্রামের মৃত আব্দুল লতিফ খানের পুত্র। দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, হাফিজুর রহমান তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছাত্রলীগ নেতা রায়হান মিয়াকে ও গ্রেফতার করা হয়।