তাহিরপুরে ৫ টন চুনাপাথর ও ৬ বস্তা কয়লা জব্দ

30

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চাঁনপুর ও বালিয়াঘাট সীমান্তের লাকমাছড়া, টেকেরঘাট, নয়াছড়া, রাজাই, কড়ইগড়া ও বারেকটিলা চোরাচালানীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। চোরাচালানীরা চ্যালেঞ্জ করে ভারত থেকে ওপেন পাচার করছে কয়লা, চুনাপাথর, মদ, গাঁজা, হেরোইন, ইয়াবা ও গরু।বুধবার সকাল ১০টা অভিযান চালিয়ে ৮৫ মে. টন চুনাপাথরের মধ্যে ৫ টন চুনাপাথর ও ২৬ বস্তা কয়লার মধ্যে ৬ বস্তা কয়লা আটক করেছে বিজিবি। আটককৃত কয়লা ও চুনাপাথরের মূল্য অর্ধলক্ষাধিক টাকা।
বুধবার সকাল ১০টায় টেকেরঘাট বিজিবি ক্যাম্পের দায়িত্বে থাকা এফএস শহিদ লাকমা গ্রামে গিয়ে ৫ টন চুনাপাথর ও মঙ্গলবার রাত ১২টায় ৬ বস্তা কয়লা জব্দ করেন।
এ ব্যাপারে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক নাসির উদ্দিন বলেন, সীমান্ত চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত আছে এবং থাকবে।