পিরিতের পেতনি ভালো

67

মোঃ হযরত আলী

হাতের পাঁচটা আঙ্গুল, কোনটা ছোট্ট কোনটা বড়
মায়ের পাঁচটা ছেলে, কোনটা সাদা কোনটা কালো
আমার কাছে বন্ধু তুমি পেতনি হলেও ভালো।

আমি করিনি কোন প্রশ্ন বিবেকের কাছে
খুঁজিনি কোন সার্থ ভালোবাসার মাঝে
দেখিনি কোন লোভিত দৃষ্টিতে
কি রূপ কি যৌবন ভরা আছে।

রূপে কিছু যায় আসে না
যদি গুণে থাকে ভরা
তুমি আমার কালো সোনা, হৃদয় ও কলিজা
ভালোবাসি তাই ভালোবাসি, শতসব কারণ ছাড়া।

তোমার আমার সৃষ্টিকারী শ্রেষ্ঠ করিগর
তার তৈরির সকল কিছুই অপরূপ সুন্দর
তার সৃষ্টির ভুল ধরার সামর্থ্য আছে কার?

জানি ভাবছো তুমি সমাজের কিছু কুচ্ছিত লোকের কথা
যারা মানুষের পিছে খুঁচা দিয়ে পায় খুব মজা
না না না,আর কোন প্রশ্নের সম্মুখি আমি হতে চাই না
ভালোবাসি তাই ভালোবাসি,শতসব কারণ ছাড়া।