বিশ্বনাথের মাকুন্দা নদীতে নৌযাত্রা ॥ বাসিয়া, মাকুন্দা, খাজাঞ্চি ও চরচন্ডি সহ সকল নদী দখল-দূষণমুক্ত করার দাবি

13

বিশ্বনাথে বিশ্ব নদী দিবস পালন করা হয়েছে। রবিবার দুপুরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), নোঙর ও বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদ এর যৌথউদ্যোগে উপজেলার মাকুন্দা নদীতে নৌকা যাত্রার মাধ্যমে স্থানীয় মানুষের মধ্যে নদীরক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। নৌযাত্রা শুরুর পূর্বে বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদের আহবায়ক ফজল খানের সভাপতিত্বে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তব্য রাখেন সিলেট অঞ্চলের অন্যতম নদী সংগ্রামী বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র সিলেট জেলার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম। তিনি বলেন, আমার ঘর মেরামতকালে মিস্ত্রি যদি দুই নাম্বারি কাজ করে, সেখানে আমি যেভাবে কথা বলব, রুখে দাঁড়াবো- ঠিক একিই ভাবে নদী খননের কাজে দুই নাম্বারি হলেও রুখে দাঁড়াতে হবে। মাকুন্দা ও খাজাঞ্চি নদী খনন নিয়ে স্থানীয় নদীকর্মীদের অভিযোগ সম্পর্কে আব্দুল করিম কিম বলেন, পরিবেশকর্মীরা নদীর নাব্যতা ফেরাতে নদী খননের দাবি করে। সরকার সেই দাবি মেনে অর্থও বরাদ্দ দেয় কিন্তু পাউবো কর্মকর্তা ও ঠিকাদারেরা মিলে নদী খননের অর্থ লোপাট করে। শুধু অর্থ লোপাট নয় খননের নামে নদীকে খাল বানানোর অভিযোগ রয়েছে। তাই নদী খননের নামে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা বন্ধ করতে নদীতীরের মানুষকে সংগঠিতভাবে আন্দোলন করতে হবে।
নৌ-যাত্রা কর্মসূচিতে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন বাঁচাও হাওর আন্দোলনের আহবায়ক সাজিদুর রহমান সুহেল, সদস্য সচিব আকবর হোসেন সুহেল, বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের সদস্য সচিব শামছুল ইসলাম মুমিন, সংবাদ কর্মী শাহিন উদ্দিন, মিরাশ আলী, সাব্বির আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি