দুই ক্যম্পাসের অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের মতবিনিময় সভা ॥ বিবিআইএসকে সিলেটের লাইটহাউস হিসেবে গড়ে তোলার প্রত্যয়

35

বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের হাউজিং এস্টেটস্থ জুনিয়র ক্যাম্পাসে বুধবার ( ৫ জুলাই ) প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ও সর্বস্তরের অভিভাবকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ জাহাঙ্গীর আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও জুনিয়র ক্যাম্পাসের ইনচার্জ  নাজভীন আক্তারের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক বিশিষ্ট শিক্ষানুরাগী ফজলুর রহমান, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, মহানগর আওয়ামীলীগ নেতা কয়েছ উদ্দীন আহমদ, দৈনিক সিলেটের ডাকের সাহিত্য সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি, ড. আশরাফুল ইসলাম, উপাধ্যক্ষ এ কে মাহমুদুল হক, মোঃ আশিকুজ্জামান, মুজিবুর রহমান স্বাধীন, জাহেদুর রেজা চৌধুরী, নজরুল ইসলাম, ওলায়েত হোসেন লিটন, সম্পাক রেজা চৌধুরী তাকিম, শামীম আহমদ, মোঃ মনজুরুল হক, তাহেদুর রহমান, কামরুজ্জামান বাবুল, মোঃ জাবেদুর রহমান, মোঃ আতিকুর রেজা চৌধুরী, গোলাম জিলানি, জোনাকি বেগম, নাজমা বেগম, সৈয়দা কামরুন নাহার রেজা, ¯িœগ্ধা জাহাঙ্গির, তাসলিমা আক্তার, জেনি চৌধুরী, বেলাল আহমদ প্রমুখ।
সভায় বক্তারা ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থাকে আরো গতিশীল করে বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে মানসম্পন্ন পাঠদান সহ এগিয়ে নিতে একমত পোষণ করেন। কর্তৃপক্ষ প্রতিষ্ঠানকে সিলেটের শ্রেষ্ঠ লাইটহাউস হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অভিভাবকদের সহযোগিতা কামনা করেন। সভায় ¯কুল পরিচালক ও অধ্যক্ষ জানান, পুনঃভর্তি বা সেশন ফি হিসাবে স্কুলে কোন অর্থ গ্রহণ করা হয় না। কেবল স্কুল পরিচালনা ও শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় খাতে খরচের জন্য প্রয়োজনীয় অর্থ গ্রহণ করা হয়। অভিভাবকদের দাবীর প্রেক্ষিতে স্কুল কর্তৃপক্ষ বর্তমানে প্রচলিত মাসিক বেতনের সাথে বিলম্ব ফি বাতিল, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে মোবাইল এসএমএস প্রথা চালু, স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের সমন্বয়ে একটি সমন্বয় কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়। সভায় প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য উপস্থিত অভিভাবকগণ সবধরণের সহযোগিতার আশ্বাস দেন। বিজ্ঞপ্তি