তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় সিলেটে অসহনীয় গরম, বৃষ্টিপাতের সম্ভাবনা

10

স্টাফ রিপোর্টার :
বৃষ্টি কমে হওয়ায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে আগামী ৩ দিনের মধ্যে সিলেটে বৃষ্টি ফের বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
গতকাল সোমবার সকাল থেকে রোদ-মেঘের খেলা থাকলেও রাত ১০টা পর্যন্ত বৃষ্টির দেখা নেই সিলেটে। বেশ গরমও অনুভূত হচ্ছে। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে, ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানায়, আগামী ৩ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এছাড়া গতকাল সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।