মানুষের ভালো গুণ উচ্চারণ করলে নতুন প্রজন্ম উদ্বুদ্ধ হবে সৎকর্মে – সিভিল সার্জন

18

স্বাস্থ্য বিভাগের উপ পরিচালক ও সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায় বলেছেন, স্বাস্থ্য বিভাগের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের উন্নতি হয়েছে। পরলোকগত স্বাস্থ্যকর্মীদের পরিবার পরিজনের প্রতি নজর রাখা আমাদের দায়িত্ব। মানুষের ভালো গুণ বার বার উচ্চারণ করতে হবে তাহলে নতুন প্রজন্ম উদ্ধুদ্ধ হবে সৎকর্মে।
সিলেট সিভিল সার্জনের সম্মেলন কক্ষে গতকাল শনিবার সিলেট স্বাস্থ্য পরিবার এর উদ্যোগে অনুষ্ঠিত সিলেট স্বাস্থ্য বিভাগীয় গণকর্মচারী শোক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট স্বাস্থ্য পরিবার-এর আহবায়ক এম.গৌছ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট স্টোর কিপার মো.আব্দুল আলী (বাবুল)’র পরিচালনায়, সিভিল সার্জন মসজিদের ইমাম মাওলানা সোয়াইবুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় বক্তব্য রাখেন, ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পার্থ সারথী দাস, স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশনের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, সিলেট স্বাস্থ্য বিভাগীয় পরিচালকের কার্যালয়ের প্রধান সহকারী রথীন্দ্র চক্রবর্তী, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান সহকারী মো. রফিক উদ্দীন, দক্ষিণ সুরমা উপজেলা হেল্থ কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক শায়খুল ইসলাম, স্টোর কিপার অশোক রায়, সিলেট সিভিল সার্জন অফিসের সাবেক স্বাস্থ্য তত্ত্বাবধায়ক মো. আখতারুজ্জামান স্বাস্থ্য সহকারী হেলাল আহমদ, স্বাস্থ্য সহকারী আব্দুস সবুর, সিএইচসিপি দেলোয়ার হোসেন, সিএইচসিপি রাজন আহমদ। বিজ্ঞপ্তি