কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট হানাদার মুক্ত দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে এক আনন্দ র্যালী বের করা হয়। আনন্দ র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ত্রিমোহনী পয়েন্টে এসে পথসভায় মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া। বক্তব্য রাখেন, সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জেমস্ লিও ফারগুসন নানকা, জেলা কমান্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অব.) আফতাব উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, কানাইঘাট থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম, কানাইঘাট মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, বর্তমান কমান্ডার বীর মুক্তিযোদ্ধঅ নজমুল হক, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান প্রমুখ।