কিশোরবেলা

139

কবির কাঞ্চন

এই জগতে মনের বলে
যাদের দেহ ছোটে
তারা কেবল বীরের বেশে
পুষ্প হয়ে ফোটে।

এই জগতে বিজয় নিশান
যাদের হাতে মানায়
তারা কেবল তরুণ বেশে
সোনার স্বদেশ বানায়।

এই জগতে ভালোবাসার
দূর্গ যারা গড়ে
তারা কেবল মানুষ বেশে
সুখের নায়ে চড়ে।

এই জগতে অসীম সাহস
যাদের বুকে থাকে
তারা কেবল জয়ী বেশে
মধুর স্বপন আঁকে।

এই জগতে কষ্ট ভুলে
এগিয়ে যায় যারা
তারা কেবল সফল বেশে
ছড়ায় ফল্গুধারা।

এই জগতে যারা আবার
পড়ার সময় পড়ে
তারা কেবল জ্ঞান গরিমায়
সফল জনম গড়ে।

এই জগতে সময়মতো
যারা করে খেলা
তারা কেবল আঁকতে পারে
মধুর কিশোরবেলা।