সিলেট কালেক্টরস শো ২০২২ ॥ ঐতিহ্য আমাদেরকে দেয় সামনে এগিয়ে চলার প্রেরণা

10

সিলেট কালেক্টরস্ সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেলো ‘সিলেট কালেক্টরস শো ২০২২’। নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে গতকাল শনিবার (৪ জুন ২০২২) এ ব্যতিক্রমী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে সম্রাট আওরঙ্গজেবের হাতে লেখা কোরআন শরিফসহ সৌখিন সংগ্রাহকদের সংগৃহীত পুরনো দলিল, পুরনো পত্রিকা, গ্রামোফোন, ডাক টিকেট, ম্যাচের বাক্স, প্রাচীন মুদ্রা ইত্যাদি প্রদর্শিত হয়।
বিশিষ্ট গবেষক, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক আবদুল হামিদ মানিক আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে আবদুল হামিদ মানিক বলেন, ইতিহাস আমাদেরকে অভিজ্ঞতা দেয় আর ঐতিহ্য আমাদেরকে দেয় সামনে এগিয়ে চলার প্রেরণা। এজন্যে আমাদের ঐতিহ্যবিষয়ক বিভিন্ন ধরনের প্রদর্শনী নতুন নতুন প্রজন্মকে সামনে এগিয়ে চলার প্রেরণা দেবে।
সিলেট কালেক্টরস্ সোসাইটির সভাপতি ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহারের সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. কামাল আহমদ চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন কেমুসাস-এর সহসভাপতি দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, মাসিক আল ইসলাহ সম্পাদক সেলিম আউয়াল, কেমুসাস-এর সহসাধারণ সম্পাদক সৈয়দ মবনু, সহ-পাঠাগার সম্পাদক ইছমত হানিফা চৌধুরী।
প্রদর্শনীতে সোসাইটির সাধারণ সম্পাদক এ.এস.এম. তালহা, কোষাধ্যক্ষ কাওসার আহমদ, সাংগঠনিক সম্পাদক এফজাল আহমদ চৌধুরী, সদস্য শিশির কুমার নাথ, সৈয়দ মান্না বকসসহ বিভিন্ন সদস্যের সংগৃহীত সামগ্রী প্রদর্শিত হয়। বিজ্ঞপ্তি