স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েন সিলেট জেলা শাখার কার্যকরী কমিটির উদ্যোগে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেল ৪ টায় সিলেট জেলা ও দায়রা জজ আদালতের এজলাস কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে. এম. রাশেদুজ্জামান রাজা।
সিলেট জেলা ও দায়রা জজ আদালতের নাজির ও বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েন সিলেট জেলা শাখার কার্যকরী কমিটির সভাপতি মো: নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও জেলা ও দায়রা জজ আদালতের সেরেস্তাদার ও বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েন সিলেট জেলা শাখার কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম ও সিলেট যুগ্ম জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের সেরেস্তাদার ও কমিটির সিনিয়র সহ-সভাপতি-২ এর রতি কান্ত দাসের যৌথ পরিচালনায় সিলেট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আহম্মেদ ও সিলেট জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো: খোরশেদ আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
নবনির্বাচিত নতুন এই কমিটিকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি বিচারক কে. এম. রাশেদুজ্জামান রাজা বলেছেন, বিচার বিভাগীয় কর্মচারীরা যদি একটু কাজে গাফিলতি করে তাহলে সঠিক সময়ে বিচার পাবে না সাধারণ লোকজন এটা সত্যি। কিন্তু আপনাদের দাবীর প্রয়াসের ক্ষেত্রেও সমন্বয়তার প্রয়োজনীয়তা রয়েছে। তাই আপনাদের দাবীগুলোর ক্ষেত্রে কেন্দ্রীয় ভাবে ভেবে চিন্তে কাজ করে যেতে হবে। তাহলে আপনাদের কল্যাণ নিশ্চিত হবে। এছাড়া কমিটির নেতৃবৃন্দকে সব ধরণের সহযোগীতার আশ্বাস দেন তিনি।
স্বাগত বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন জেলা ও দায়রা জজ আদালতের নেছারত শাখার মো: মুজিবুর রহমান।
এছাড়া অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে. এম. রাশেদুজ্জামান রাজা এবং বিশেষ অতিথি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আহম্মেদ ও সিলেট জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো: খোরশেদ আলমকে কমিটির দায়িত্বশীলরা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কমিটির সিনিয়র সহ-সভাপতি-১ এর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো: কামাল উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি-১ এর মহানগর দায়রা জজ আদালতের নাজির কজ্জল কান্তি চক্রবর্তী, সহ-সভাপতি-২ এর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো: আজাদ মিয়া, সহ-সভাপতি-৩ এর জেলা ও দায়রা জজ আদালতের সেরেস্তাদার আমিনুর রশীদ, জেলা ও দায়রা জজ আদালতের সেরেস্তাদার ও কমিটি মহিলা বিষয়ক সম্পাদক শাহানা আক্তার ও কার্যকরী কমিটির সদস্য জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো: আবুল হাসনাত রিয়াজসহ ৩৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সকল দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
এদিকে, বিভিন্ন দাবী-দাওয়া নিয়ে আজ সোমবার সকালে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েন সিলেট জেলা শাখার কার্যকরী কমিটির নেতৃবৃন্দ সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে. এম. রাশেদুজ্জামান রাজা এর কাছে স্মারকলিপি প্রদান করবেন।