দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করায় আনন্দ মিছিল করেছে উপজেলা ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা। একই সাথে ছাত্রলীগ নেতারা দক্ষিণ সুরমায় নতুন করে মেধাবী ও ত্যাগী নেতাকর্মীদের দিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার জন্য জেলা ছাত্রলীগসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি দাবী জানান। গতকাল শনিবার বিকেলে দক্ষিণ সুরমার কদমতলী পয়েন্ট থেকে শুরু হয়ে বাসা টার্মিনাল রোড ও ষ্টেশন রোড হয়ে বাবনা পয়েন্টে গিয়ে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা তোয়াজিদুল হক তুহিন, সাবেক জেলা ছাত্রলীগ নেতা মকবুল হোসেন জাবেদ, জেলা ছাত্রলীগ নেতা লায়েক আহমেদ জিকু, জেলা ছাত্রলীগ নেতা জুনাইদ আহমদ, ফয়সল আহমদ, জেলা ছাত্রলীগ নেতা নিউরাজুল ইসলাম চৌধুরী, বুরহান উদ্দিন শিপলু, সাবেক ছাত্রলীগ নেতা রুহুল আমীন, জাহেদ আহমদ, আলী আহমদ, শাহ মোহাম্মদ হাবিব, সৈয়দ আলী হোসেন, আলী হোসেন ইমানী, নাজিম খান, শিপর আহমদ, আরিফ আহমদ, মোঃ শাফি, সাইদুর রহমান, রাহাত আহমদ, রাহেল আহমদ, সৈয়দ নুরুজ্জামান, মীর মতিউর রহমান, মুজিবুর রহমান, সামাদ আহমদ, কামরান আহমদ, রুবেল আহমদ, রবিউল ইসলাম, তুফায়েল আহমদ, পাভেল আহমদ, বেলায়েত আহমদ, ফয়েজ আহমদ, মনজুর রহমান, সামুন আহমদ শাকিল আহমদ, এমাদ উদ্দিন, নাসির উদ্দিন, তুহিন আহমদ প্রমুখ। পথসভায় এক সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক ছাত্রনেতা তোয়াজিদুল হক তুহিন বলেন, বিএনপি-জামায়াত এখন জঙ্গি হিসেবে রূপ নিয়েছে। দেশ ধ্বংসে তারা নানা ষড়যন্ত্র ও চক্রান্ত করছে। যুদ্ধাপরাধীদেরকে বাঁচাতে বোমাবাজি ও মানুষ হত্যা করছে। তাই তাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে দেশবাসীকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। আর ওই সকল কর্মকান্ড পরিচালনার জন্য প্রয়োজন ছাত্রলীগের ত্যাগী ও মেধাবী নেতাকর্মীদের দিয়ে একটি কমিটি গঠন করা। তাই জেলা ছাত্রলীগের সভাপতি শাহ রিয়ারআলম সামাদ ও সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীসহ দলের সিনিয়র নেতৃবৃন্দের প্রতি তারা আহবান জানান। বিজ্ঞপ্তি