সিলেট সরকারি মহিলা কলেজে নারী মুক্তি ও নারী শিক্ষার বিপ্লবী পথিকৃৎ বেগম রোকেয়ার ১৩৪তম জন্মদিন পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা পৌণে ছয়টায় কলেজ মিলনায়তনে ‘গৌরবের প্রান্তর’-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এ কলেজ ছাড়াও সিলেট নগরের আরও নয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘জ্বালো মোমের আলো’ শীর্ষক এ কর্মসূচি উদ্যাপিত হয়েছে।
মিলনায়তনে উপস্থিত প্রায় দেড় শতাধিক ছাত্রী নারীমুক্তি বিকশিত করার লক্ষ্যে একটি করে মোমবাতি প্রজ্জ্বলন করেন। এর আগে শুরুতেই আয়োজকদের পক্ষ হতে স্বাগত বক্তব্য দেন অঙ্গীকার বাংলাদেশের পরিচালক মন্ডলীর সদস্য বিশিষ্ট আইনজীবী মইনুদ্দিন আহমদ জালাল। আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন সিলেট সরকারি মহিলা কলেজের সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মো. জামালুর রহমান ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক অনুপা নাহার ওয়ালেদা।
অনান্যদের মধ্যে বক্তৃতা করেন কলেজের প্রাক্তন ছাত্রী আরিফা সুলতানা, রাষ্ট্রবিজ্ঞান (স্নাতক) তৃতীয় বর্ষের ছাত্রী সুমাইয়া বিনতে আল রাজী ও অর্থনীতি (স্নাতক) প্রথম বর্ষের ছাত্রী রাহনুমা ফাতেমা চৌধুরী। বক্তৃতায় সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মো. জামালুর রহমান বলেন, ‘বেগম রোকেয়া নারীদের আলোকিত করতে যে বার্তা দিয়ে গিয়েছিলেন, সেটা তরুণ প্রজন্মকে নিজেদের কাজের মাধ্যমে সমাজে প্রতিফলন ঘটাতে হবে। তবেই এ দেশ-জাতি-সমাজ আলোকিত হয়ে উঠবে।’ বিজ্ঞপ্তি