মাধবপুর সংবাদদাতা
মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের রাজেন্দ্রপুর সীমান্ত থেকে এক ভারতীয় ও ৪ বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র হরষপুর বিওপির টহলদল।
বুধবার ভোর সকাল সাড়ে ৬ টার দিকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সীমান্ত থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- চট্রগাম রাউজান উপজেলা শহরের স্বপ্না ধর (৫৫), একই এলাকার মুক্তা রানি দাস (৩৭), বর্ষা ধর (২৩), প্রিয়া দে (৩০), এবং ভারতের আসামশীল চরের কৃষ্ণা দে (৪৭)।
বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়- আটককৃতরা মানব পাচারকারীর দালাল এর মাধ্যমে টাকার বিনিময়ে ভারতের আসাম শহরে আত্মীয় বাড়িতে বেড়ানোর ও চিকিৎসার উদ্দেশ্যে যাওয়ার সময় বুধবার সকালে হরষপুর বিওপির টহল দলের হাতে আটক হন ওই ৫ জন। এসময় আটককৃত ব্যক্তিদের নিকট হতে এন্ড্রয়েড মোবাইল ফোন ৩টি এবং বাটন মোবাইল ফোন ১টি পাওয়া গেছে।
সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ মো. ইমতিয়াজ জানান, অনুপ্রবেশকারী বাংলাদেশী ও ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।