বিশ্বনাথে আল-মদিনা হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব ছমরু মিয়ার প্রথম ঈসালে সাওয়াব ও পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রæয়ারী) সকাল ১০ টায় বিশ্বনাথ বড় খুরমা উত্তর গ্রামস্থ আল-মদিনা হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার মাঠে এ ঈসালে সাওয়াব ও পাগড়ি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
আল-মদিনা হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা আলহাজ্ব সমুজ আলী চৌধুরীর সভাপতিত্বে ও আল-মদিনা হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সদস্য ও অর্থ সম্পাদক মো. মঈনুল ইসলাম ও প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মুফতি ফয়জুল হকের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ছাহেব জাদায়ে ফুলতলী আল্লামা কমর উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- আল্লামা মুফতি এ.কে.এম মনোওয়াআলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন- মাদ্রাসা মাওলানা নজরুল ইসলাম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আল-মদিনা হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ফখরুল ইসলাম, আল-মদিনা হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সাবেয়া খানম, সৎপুর দারুল হাদিস কামিল (এমএ) মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল আসাউর রহমান, যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি নেতা শেরওয়ান চৌধুরী, আল্লামা আবু জাফর নোমান, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আহাদ, লালটেক আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আজম আলী, যুক্তরাজ্য প্রবাসী জাকারিয়া আহমদ, গোলাম কিবরিয়া চৌধুরী ও আল-মদিনা হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার সহ-সুপার মাওলানা আব্দুল মালিক।
প্রধান অতিথির বক্তব্যে ছাহেব জাদায়ে ফুলতলী আল্লামা কমর উদ্দিন চৌধুরী বলেন- আলহাজ্ব ছমরু মিয়া আল-মদিনা হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা করে দ্বীনে আলো ছড়িয়ে দিয়ে গেছেন তার এ অবদান জাতি চিরদিন স্মরণ করবে। তিনি যেন দুনিয়াতে তার কর্মের সার্টিফিকেট দিয়ে গেছেন। সেই ছমরু মিয়াকে কেউ ভুলবে না। তিনি বলেন- কোন মৃত ব্যক্তির ব্যাপারে একশ’ মানুষ যদি সাক্ষী দেন আল্লাহ তাকে খালাস দিয়ে তাকে মাফ করে দেন। আল্লাহ যেন ছমরু মিয়ার মতো মানুষকে বেহেশতের সম্মানিত স্থান দান করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য প্রবাসী নজরুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী কামরুল ইসলাম, রাজনীতিবিদ জাকির খান, মো. ময়নুল ইসলাম, মো. ফয়জুল হক ও শামছুল হাসানসহ এলাকার গণ্যমান্য মুরব্বীয়ান ও আল-মদিনা হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন আল-মদিনা হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী নাঈম আহমদ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আল্লামা কমর উদ্দিন চৌধুরী আল-মদিনা হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার দুই শিক্ষার্থীকে পাগড়ি প্রদান করেন। বিজ্ঞপ্তি।