স্টাফ রিপোর্টার
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে কোনো বিশৃঙ্খলা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. ইলিয়াস শরিফ। মঙ্গলবার সকালে সিলেট মহানগর পুলিশ লাইন্সে এক সংবাদ সম্মেলনে এসএমপি কমিশনার এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, সিসিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মহানগরে কাজ করছে ২ হাজার ৬০০ পুলিশ সদস্য। ১৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৪২টি ওয়ার্ডে ৪২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। নির্বাচনে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তারা তাৎক্ষনিক কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন।
ইলিয়াস শরিফ জানান, নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১জন পুলিশ পরিদর্শক, একজন উপ পুলিশ পরিদর্শক ও ৫ জন পুলিশ সদস্য এবং কম ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে একজন পুলিশ পরিদর্শক, একজন উপ পুলিশ পরিদর্শক ও ৪ জন পুলিশ সদস্য এবং ৭ জন নারী ও ৭ জন পুরুষসহ মোট ১৪ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
তিনি জানান, নির্বাচন উপলক্ষে প্রতি সাধারণ ওয়ার্ডে একটি করে পুলিশের ৪২টি মোবাইল টিম, প্রতি তিনটি সাধারণ ওয়ার্ডে একটি করে ১৪টি স্ট্রাইকিং টিম এবং প্রতি থানায় একটি করে ৬টি করে ৬টি রিজার্ভ স্ট্রাইকিং টিম থাকবে। এর পাশাপাশি থাকবে ২টি ওয়ার্ডে ১টি করে র্যাবের মোট ২২টি ও ৫টি ওয়ার্ডে এক প্লাটুন করে মোট ১০ প্লাটুন বিজিবি টহল দিবে। এসএমপি কমিশনার নির্ভয়ে ভোট দিতে যাওয়ার জন্য সবাইকে আহŸান জানান। বুধবার সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বর্ধিত ১৫টি ওয়ার্ডসহ ৪২টি ওয়ার্ডের ১৯০টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে। ৪২ সাধারণ ওয়ার্ডে মোট ভোটারসংখ্যা চার লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এবারের সিসিক নির্বাচনে মেয়র পদে আটজন, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭২ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৮৭ জন প্রতিদ্ব›িদ্বতা করছেন। ১৯০টি কেন্দ্রে মোট ভোটকক্ষ রয়েছে ১ হাজার ৩৬৪টি। প্রতিটি ভোট কেন্দ্রের প্রতিটি কক্ষে একাধিক সিসি ক্যামেরা থাকবে।