বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
বিশ্বনাথের ঐতিহ্যবাহী রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক লিয়াকত আলী দীর্ঘদিন যাবত অসুস্থতায় ক্ষুগছেন। বিদ্যালয়ের দেশী-বিদেশী প্রাক্তন ছাত্ররা তার উন্নত চিকিৎসার জন্যে এখন পাশে দাঁড়িয়েছেন। বিদ্যালয়ের ১৯৯৪ (এসএসসি) ব্যাচের দেশী-বিদেশী প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে ১ লাখ ১০হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার বাদ জোহর তার গ্রামের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের চাঁন্দশির কাপনে লিয়াকত আলীর হাতে ওই ১লাখ ২০ হাজার টাকার চেক হস্তান্তর করেন দেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীরা।
সাপ্তাহিক বিশ্বনাথ বার্তার ব্যবস্থাপনায় চিকিৎসা সহায়তা প্রদানকালে ৯৪ ব্যাচের প্রাক্তন ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক বিশ্বনাথ বার্তার সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুল, রাগীব-রাবেয়া ডিগ্রী কলেজের প্রভাষক খালেদ উদ্দিন, নাট্যকার দবিরুজ্জামান দিপু, ব্যবায়ী সাহিদুল ইসলাম, ফজলু মিয়া, সৈয়দ রাজু, বাবুল মিয়া, সামছুল ইসলাম ও দলিল লেখক ইমরুজ আহমদ। এসময় স্থানীয় সাংবাদিক ছাড়াও বিশ্বনাথ ‘বিআরডিবি’র চেয়ারম্যান মহব্বত আলী জাহানও উপস্থিত ছিলেন।