কানাইঘাটে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

3

কানাইঘাট প্রতিনিধি

কানাইঘাটের ফসলি জমি থেকে নির্বিচারে ফেলুডার ও স্কেভেটর দিয়ে মাটি কাটা বন্ধ করতে অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার পৌরসভার রায়গড় এলাকায় অবৈধভাবে কৃষি জমি থেকে স্কেভেটর দিয়ে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে স্থানীয় নয়ামাটি গ্রামের আইয়ুব আলীর পুত্র সালমান আহমদকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এছাড়াও রমজান মাসকে সামনে রেখে কানাইঘাট উপজেলার হাট-বাজার গুলোর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখতে এবং কানাইঘাট বাজারের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান করেন।
অভিযানকালে কানাইঘাট বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করেন।
বাজার নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত ভাবে প্রশাসনের অভিযান পরিচালিত হবে এবং মানুষকে সচেতন, হাটবাজারগুলো জানজট ও ফুটপাত মুক্ত রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হবে বলে নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার জানান।