শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় মনোযোগী হতে হবে -মো. রুহুল আমিন

3

নবীগঞ্জ প্রতিনিধি

‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবে বিশ্বময়’ এই প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে নবীগঞ্জ উপজেলায় দুইদিন ব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে। বিজ্ঞান-প্রযুক্তি মন্ত্রনালয়ের তত্ত¡বধানে এ অনুষ্ঠানের আয়োজন করে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি জাদুঘর।
বুধবার সকালে নবীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে ফিতা কেটে জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। উদ্বোধনী অনুষ্ঠানে নবীগঞ্জ উপজেলা কর্মকর্তা শাকিল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদ উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম, উপজেলা প্রকৌশলী সাব্বির আহমেদ। অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে বক্তব্য রাখেন দিনারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন তালুকদার। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন মাওলানা আব্দুল আহাদ ও গীতাপাঠ করেন অচিন্দ্য আচার্য্য। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের তৈরি বিভিন্ন প্রকল্প প্রদর্শন করেছেন। এই অনুষ্ঠানের মাধ্যমে বিজ্ঞান প্রযুক্তির জগতে পরিবর্তন আনবে, এছাড়া এতে অংশগ্রহণ করার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে এবং তাদের উদ্ভাবনী ক্ষমতা বিকশিত হবে। তরুণ সমাজকে অশ্লীলতা, মাদকাশক্তি, মোবাইল আসক্তি দূর করে শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চা ও উদ্ভাবনী বিভিন্ন কর্মকাÐে মনোযোগী হতে হবে। বিজ্ঞান চর্চায় মনোযোগী হলে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে এবং উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচিত হবে।