ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের আরও ৯ নেতাকর্মী গ্রেফতার

4

স্টাফ রিপোর্টার
সিলেটে অপারেশন ডেভিল হান্টের পৃথক অভিযানে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের আরও ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গত ২৪ ঘন্টায় সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে সিলেটে ৬ জন, তাহিরপুরে ১ জন, দোয়ারাবাজারে ১ চেয়ারম্যান ও ছাতকে ১ জন রয়েছেন।
সিলেট : সিলেট মহানগর পুলিশ (এসএমপি) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এসএমপির মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন- জৈন্তাপুর কলেজ ছাত্রলীগের সভাপতি ইমরান আহমদ (৩১), নগরীর বাগবাড়ির মৃত মো. জুয়েল আহমদের ছেলে ছাত্রলীগ কর্মী মো. সোহাগ (২৮), শাহপরাণ থানার ধনকান্দি গ্রামের মৃত সুশীল বিশ্বাসের ছেলে জেলা ছাত্রলীগের সদস্য ইন্দ্রজিৎ বিশ্বাস (২৮), মহানগরীর ২৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান (৫৪), খাদিমনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী বাদশাহ মিয়া (৫০) ও জকিগঞ্জের হাতিডহর গ্রামের আবদুল লতিফের ছেলে জুয়েল আহমদ (২৬)। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
তাহিরপুর : সুনামগঞ্জের তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহীনুর তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের মানিকখিলা গ্রাম পাশর্^বর্তী বাদে কানা মিয়া জলমাহাল থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শাহীনুর তাহিরপুর সদর ইউনিয়ন ঠাকুরহাটি গ্রামের বাসিন্দা।
তাহিরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘœ করে অস্তিতীশীল পরিবেশ সৃষ্টিকারীদের বিরুদ্ধে গত ১৬ ডিসেম্বর তাহিরপুর থানায় একটি মামলা দায়ের হয়। এই ঘটনায় শাহিনুর তালুকদারের সংশ্লিষ্টতা রয়েছে।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, অপারেশন ডেবিল হান্ট পরিচালনা করে শাহিনুর তালুকদারকে গ্রেফতার করা হয়েছে।
দোয়ারাবাজারঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর উদ্দিন তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে মঙ্গলবার বিকেল ৪ টার দিতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়। নুর উদ্দিন তালুকদার ইউনিয়নের কালাপশি গ্রামের বাসিন্দা ও নরসিংপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি। কিছুদিন আগে সুনামগঞ্জ সদর থানার একটি মামলায় গ্রেফতার হন তিনি। এ মামলায় জেল হাজতে ছিলেন দীর্ঘদিন। সম্প্রতি আদালত থেকে জামিনে মুক্তি লাভ করে বেরিয়ে এসে আবারো পুলিশের হাতে গ্রেফতার হলেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাহিদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে নরসিংপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান নূর উদ্দিন তালুকদারকে গ্রেফতার করা হয়।
ছাতকঃ
ছাতকে অভিযান পরিচালনা করে শ্রমিক লীগ নেতা লিটন মিয়াকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আব্দুস সাত্তার, এসআই মো. সিকান্দর আলীর নেতৃত্বে এক দল পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ী তকিপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লিটন মিয়া সাবেক ছাত্রলীগ নেতা, বর্তমানে উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক ও গোবিন্দগঞ্জ-সৈদেরগাওঁ ইউনিয়নের তকিপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।