নদীর জল

11

রাজীব হাসান

নদীর দেশে বাড়ি আমার
কপোতাক্ষের পাড়
নৌকার দার টানতে টানতে
ফেঁটে পরে ঘাড়।

নদীর সাথে মিতালি যেন
হাজার বছর ধরে
নদীর জলে হাঁস পাখিরা
দারুণ খেলা করে।

নদীর জলে শাপলা শালুক
ফোঁটে সকাল সাঝে
শিশু-কিশোর নৌকা বয়ে
ছোটে নদীর মাঝে।

নদীর জলে শীতের কুয়াশা
দেখতে লাগে বেশ
নদীর জলে ভেজায় কন্যা
এলোমেলো কেশ।