ওসমানীনগরের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ

9

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওসমানীনগর উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যরা শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে নবনির্বাচিত উপজেলার ৮ ইউনিয়নের চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেন। চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মজিবর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সকাল সাড়ে ১১ টায় শুরু হয়ে দুই ধাপে উপজেলার ৮ ইউনিয়নের ৭২জন সাধারণ সদস্য ও ২৪জন সংরক্ষিত সদস্যরা শপথ গ্রহণ করেন। উমরপুর, সাদিপুর, গোয়ালাবাজার, তাজপুর, দয়ামীর, উসমানপুর, পশ্চিম পৈলনপুর, বুরুঙ্গা বাজার ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্যদের দুই ধাপে পৃথক শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলীমা রায়হানা। শপথ বাক্য পাঠ শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তীর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ময়নূল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলীমা রায়হানা। উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব দাশ পুরকায়স্থ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা আক্তার, উমরপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম কিবরিয়া, তাজপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, উসমানপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ওয়াল্লী উল্লাহ বদরুলসহ আরো অনেকেই।
প্রসঙ্গত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওসমানীনগরের ৮ ইউনিয়নে ৩৪জন চেয়ারম্যান প্রার্থী ও ৮৮জন সংরক্ষিত সদস্য ও ২৭৮জন সাধারণ সদস্য নির্বাচনে অংশ নেন।