সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ‘‘দক্ষতা সংস্কৃতি-জাতীয় সমৃদ্ধি’’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে গণপ্রকৌশল দিবস ও ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচী পালন করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, সিলেট জেলা শাখা।
আইডিইবি সিলেট জেলা শাখার উদ্যোগে গত শনিবার সন্ধ্যায় সিলেট সিটি কর্পোরেশন সভা কক্ষে শাখা সভাপতি মাহমুদুর রশীদ মসরুর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন ইকরাম ও অর্থ সম্পাদক মোঃ আলমগীর হোসেনের যৌথ পরিচালনায় স্মৃতিচারণমূলক আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন ইকরাম। প্রবীণ সদস্য প্রকৌশলীদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের সাবেক অধ্যক্ষ মোঃ নেছাওর, পিডিবি’র নির্বাহী প্রকৌশলী (অব:) রুহুল ইসলাম চৌধুরী, পলিটেকনিক ইন্সটিটিউটের সাবেক অধ্যক্ষ মোঃ আবু জয়েদ মাহমুদ ঘোরী, এনজিএফএফ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী (অব:) নিখিলেশ চন্দ, সাবেক সভাপতি জালাল আহমদ, জেলা সহ-সভাপতি মোঃ জমির উদ্দিন, কাউন্সিলর মোঃ নজরুল হোসেন, গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক আব্দুস সবুর, পিডিবি সদস্য প্রকৌশলী মোঃ জামাত আলী আকন্দ, পল্লী বিদ্যুৎ এর সদস্য প্রকৌশলী মোঃ জামাল উদ্দিন, সেভেন রিংস সিমেন্ট সিলেটের আরএসএম মোঃ মুর্শেদ আলম প্রমুখ।
বক্তারা আইডিইবি’র গৌরবোজ্জ্বল অতীত সম্পর্কে আলোকপাত করেন এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র প্রতিহত করার জন্য অতীতের ন্যায় সদস্য প্রকৌশলীদের সম্পৃক্ততার আহ্বান জানান। বিজ্ঞপ্তি