আল-হেলাল সুনামগঞ্জ থেকে :
শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। উন্নয়নের মাধ্যমে দেশের সকল ক্ষেত্রেই উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগনের সাথে যে সরকার (বিএনপি) লুকোচুরি করে তাদের কে কি ভোট দেওয়া যায়। তাদের কাজ শুধু বাধা সৃষ্টি করা। এই সরকার হাওরাঞ্চলের জন্য ১৩শত কোটি টাকা প্রকল্প হাতে নিয়েছে। এই সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারও এই সরকারকে নির্বাচনে ভোটের মাধ্যমে বিজয়ী করে দেখিয়ে দেন বাংলাদেশের জনগণ আ’লীগ সরকারকে চায় এবং কতটা ভালোবাসে। বিএনপিকে চায় না এই দেশের জনগণ তার প্রমাণ আপনাদেরকেই করতে হবে। বৃহস্পতিবার বিকালে তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর উপর নবনির্মিত সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের লক্ষ্যে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এসব কথা বলেন। তাহিরপুর উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ¦ আবুল হোসেন খান এর সভাপতিত্বে ও তাহিরপুর উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-২ আসনের এমপি ড. জয়া সেন গুপ্তা, সুনামগঞ্জ-৪ আসনের এমপি এডঃ পীর ফজলুর রহমান মিছবাহ, সুনামগঞ্জ-৫ আসনের এমপি মহিবুর রহমান মানিক, সংরক্ষিত আসনের মহিলা এমপি এডভোকেট শামটুন নাহার বেগম শাহানা রব্বানী এমপি, জেলা আ’লীগের সভাপতি ও সাবেক এমপি আলহাজ¦ মতিউর রহমান, তাহিরপুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, আওয়ামীলীগ নেতা ও বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, ধর্মপাশা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিছ, তাহিরপুর উপজেলা আ’লীগের সহ সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ সাবিরুল ইসলাম,সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার বরকত উল্লাহ খান, ২৮ বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল নাসির উদ্দিন পিএসসি। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা শ্রমিকলীগের আহবায়ক সেলিম হায়দার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রিপন, শ্রমিক লীগের সদস্য সচিব আব্দুল কুদ্দুছ মিয়া, উত্তর বড়দল ইউনিয়নের আ’লীগ সভাপতি জামাল উদ্দিন, যুবলীগ আহবায়ক মাসুক মিয়া, জেলা ও উপজেলা আ’লীগের সকল স্তরের নেতৃবৃন্দ। এর আগে ও পরে মন্ত্রী এলজিইডির বাস্তবায়নাধীন যাদুকাটা নদীর উপর ৭৫০মিটার সেতুসহ ডাম্পের বাজার পাটলাই নদীর উপর ৪৫০মিটার ব্রীজ, কলাগাওঁ ছড়া, লাকমা ছাড়া, বুরুঙ্গা ছড়া সেতুর উদ্বোধন করেন।