বিভাগীয় সম্মেলনে এ.কে.এম. তারিকুল আলম : গ্রাম আদালত বিচারিক সেবার একটি কার্যকর মাধ্যম

5

সিলেটে গ্রাম আদালত সক্রিয়করণে স্থানীয় প্রশাসনের ভ‚মিকা ও করণীয়’ শীর্ষক বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সিলেটের একটি অভিজাত হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক এ কে এম তারিকুল আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রাম আদালত’ একটি সরকারী সেবা। ২০০৯ সালে সরকার স্থানীয় বিচার ব্যবস্থাকে শক্তিশালী করতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী ইউএনডিপি ও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক ও কারিগরী সহযোগিতায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পটি চালু করে। প্রকল্পটি শুরুর পর থেকে তৃণমূল পর্যায়ে দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী বিশেষ করে নারী ও পিছিয়ে পড়া মানুষের ন্যায়বিচার সহজলভ্য করে লক্ষ লক্ষ মানুষের জীবনকে পরিবর্তন করেছে।
সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয় ও স্থানীয় সরকার বিভাগ আয়োজিত এ সম্মেলনের মূল লক্ষ্য অল্প সময়ে ও স্বল্প খরচে স্থানীয় ছোটখাটো বিরোধ মীংমাসা এবং গ্রামীণ জনগণের মাঝে বিচারিক সেবা গ্রহণের সুযোগ বৃদ্ধি করার লক্ষ্যে সিলেট বিভাগীয় প্রকল্প এলাকার ৩৩৯ টি ইউনিয়নে গ্রাম আদালতগুলোকে আরো সক্রিয় করতে বিভাগীয় পর্যায়ে দিক-নির্দেশনা লাভ করা। সভায় সভাপতিত্ব করেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী। সম্মেলনে প্রায় ১৫০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি এ.কে.এম. তারিকুল আলম আরো বলেন, গ্রাম আদালত বিচারিক সেবার একটি কার্যকর মাধ্যম, যা তৃণমূল পর্যায়ে জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে। তিনি গ্রাম আদালত কার্যক্রমকে আরও জোরদার করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন এবং স্থানীয় সরকার, ইউএনডিপি ও ইউরোপিয়ান ইউনিয়নকে এ প্রকল্পে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ মুশফেকুর রহমান, ডিআইজি, সিলেট রেঞ্জ, দেবজিৎ সিংহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) এবং মোহাম্মদ শের মাহবুব মুরাদ, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, সিলেট।
এছাড়া স্বাগত বক্তব্য দেন মোহাম্মদ ফারুক আহমদ, পরিচালক, স্থানীয় সরকার, ময়মনসিংহ বিভাগ। দাতা সংস্থা ইউএনডিপি’র পক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের জাতীয় প্রকল্প সমন্বয়ক বিভাষ চক্রবর্তী।
এছাড়া আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ অংশীজন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জেলা রির্সোস টিমের সদস্য, জেলা তথ্য ও লিগ্যাল এইড অফিসার, বিভাগীয় কমিশনার অফিসের কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধি। বিজ্ঞপ্তি