কাজির বাজার ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় প্রার্থীর তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। সারা দেশের ৩০০ আসনের বিপরীতে কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ আসন বাকি রেখে গতকাল রবিবার দলটির পক্ষ থেকে ২৯৮টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। ঘোষিত তালিকায় পুরোনো ৭১টি আসনসহ ১০৩ আসনে নৌকার মাঝি হয়েছেন নতুন মুখ; যার মধ্যে শরিক দলগুলোর আসনও রয়েছে। একাদশ জাতীয় সংসদের এমপিদের মধ্যে যারা বাদ পড়েছেন, তাদের মধ্যে বিতর্কিত অনেকেও রয়েছেন। তবে কেউ কেউ বাদ পড়েছেন বার্ধক্যজনিত কারণেও। দলীয় মনোনয়ন থেকে বাদ পড়াদের মধ্যে রয়েছেন তিনজন প্রতিমন্ত্রীও। এবার অতীতের চেয়ে বেশিসংখ্যক নারীকে (২৪ জন) দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। একই সঙ্গে কয়েকটি আসনে রাজনীতির বাইরে থাকা প্রার্থীদের মনোনয়ন দিয়ে চমক দেখিয়েছে প্রাচীন এই রাজনৈতিক দলটি। সততা, জনপ্রিয়তা ও যোগ্যতার বিচারে জয়ী হয়ে আসার মতো প্রার্থীদের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে বলে দাবি দলটির সংশ্লিষ্ট নেতাদের। এবার একাধিক আসনে কোনো প্রার্থীকে দলীয় মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। সব প্রার্থীই একটি করে আসনে নির্বাচন করবেন। দলীয় সভাপতি শেখ হাসিনা নির্বাচন করবেন গোপালগঞ্জ-৩ আসন থেকে। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রার্থী হচ্ছেন নোয়াখালী-৫ আসনে। স্পিকার শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী শেরপুর-২, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ চট্টগ্রাম-৭ ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন ঢাকা-১২ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন।
আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র জানায়, এবার দলীয় মনোনয়নে বড় ধরনের পরিবর্তন আনা হবে সেই আভাস আগেই দিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। মুখ দেখে নয়, জনপ্রিয়তা ও অতীত কর্মকাÐের ওপর ভিত্তি করেই দলীয় মনোনয়ন দেওয়া হবে। সেই হিসেবে যেসব আসনের এমপি বিতর্কিত কর্মকাÐের কারণে এলাকায় জনপ্রিয়তা হারিয়েছেন তাদের দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। এ ছাড়া দলের বয়োজ্যেষ্ঠ এমপিদের আর কষ্ট দিতে চান না এমন কথাও দলীয় সভাপতি আগেই বলেছিলেন। সেই হিসেবে কিছু কিছু জায়গায় নতুন মুখ দেওয়া হয়েছে। যেকোনো পরিস্থিতিতে জিতে আসতে পারবে, জরিপে যাদের বিষয়ে এমন তথ্য উঠে এসেছে এমন প্রার্থীদেরই দল থেকে বেছে নেওয়া হয়েছে বলেও জানায় দলটির একাধিক দায়িত্বশীল সূত্র।
রবিবার বিকালে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে দুপুরের পর থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রার্থীদের কর্মী-সমর্থকদের ভিড় ছিল লক্ষণীয়। এর আগে সকালে গণভবনে দলের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন নিয়ে দিকনির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নেতাকর্মীদের দলীয় প্রার্থীর জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি ভোটারদের বাড়ি বাড়ি যাওয়ার পরামর্শ দেন তিনি। বিনা প্রতিদ্ব›িদ্বতায় জিতে আসার চিন্তা বাদ দেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, কেউ বিনা প্রতিদ্ব›িদ্বতায় জিতে আসার চেষ্টা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে প্রতিটি আসনে বিকল্প হিসেবে ডামি প্রার্থী রাখার পরিকল্পনার কথাও বলেছেন তিনি। অন্য দলগুলো নির্বাচন থেকে সরে গিয়ে আওয়ামী লীগের প্রার্থীকে বিনা প্রতিদ্ব›িদ্বতায় জেতার অপকৌশল নিতে না পারে, এজন্য ডামি প্রার্থী প্রস্তুত রাখতে বলা হয়েছে। এবার সংসদের ৩০০টি আসনের বিপরীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয় ৩ হাজার ৩৬২টি। দলীয় ফরম সংগ্রহকারীদের সবাই এই মতবিনিময় সভায় উপস্থিতি ছিলেন।
৭১ আসনের এমপি বাদ, ১০৬ আসনে নতুন প্রার্থী : ২৯৮ আসনে আওয়ামী লীগের প্রার্থীদের তালিকায় একাদশ জাতীয় সংসদের ৭১ জন সদস্য বাদ পড়েছেন। আওয়ামী লীগের বাদ পড়া আসনগুলো এবং গতবার জোটের শরিকদের ছেড়ে দেওয়া আসনগুলো মিলিয়ে এবার মোট ১০৬টি আসনে নতুন প্রার্থীদের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে।
শেখ হাসিনাসহ ২৪ নারী প্রার্থী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৯৮ আসনের ঘোষিত দলীয় প্রার্থীর মধ্যে ২৪ জন নারী প্রার্থী রয়েছেন। এবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা (গোপালগঞ্জ-৩), জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী (রংপুর-৬), সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী (শেরপুর-২), শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (চাঁদপুর ৩) ছাড়াও নারী প্রার্থীদের মধ্যে আরও রয়েছেনÑ আফরুজা বারী (গাইবান্ধা-১), মাহবুব আরা বেগম গিনি (গাইবান্ধা-২), উম্মে কুলসুম স্মৃতি (গাইবান্ধা-৩), সাহাদারা মান্নান (বগুড়া-১), মোছা. জান্নাত আরা হেনরী (সিরাজগঞ্জ-২), সুলতানা নাদিরা (বরগুনা-২), শাম্মী আহমেদ (বরিশাল-৪), সৈয়দা জাকিরা নূর (কিশোরগঞ্জ-১), মমতাজ বেগম (মানিকগঞ্জ-২), সাগুফতা ইয়াসমিন (মুন্সীগঞ্জ-২), সানজিদা খাতুন (ঢাকা-৪), রুমানা আলী (গাজীপুর-৩), সিমিন হোসেন (রিমি) (গাজীপুর-৪), মেহের আফরোজ (গাজীপুর-৫), ফরিদুন্নাহার লাইলী (ল²ীপুর-৪), খাদিজাতুল আনোয়ার (চট্টগ্রাম-২), সেলিমা আহমাদ (কুমিল্লা-২), হাবিবুন নাহার (বাগেরহাট-৩), নিলুফার আনজুম (ময়মনসিংহ-৩) এবং শাহীন আক্তার (কক্সবাজার-৪)।
বাবার পরিবর্তে সন্তান পেলেন মনোনয়ন : এবার আওয়ামী লীগের ঘোষিত দলীয় মনোনয়নে তিনটি আসনে বাবার পরিবর্তে সন্তানদের মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। চট্টগ্রাম-১ আসন থেকে এবার আওয়ামী লীগের সভাপতিমÐলীর এক নম্বর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে তার ছেলে মাহবুব উর রহমানকে। এ ছাড়া ঢাকা-৭ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন হাজী সেলিমের ছেলে সোলায়মান সেলিম। মনোনয়ন পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সোলায়মান। আর রংপুর-৫ আসন থেকে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমানের আসনে তার ছেলে রাশেক রহমানকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
নৌকা ফিরে পেলেন নানক-রহমান-নাছিম : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া থেকে ছিটকে পড়া আওয়ামী লীগের তিন কেন্দ্রীয় নেতা এবার নৌকার মনোনয়ন ফিরে পেয়েছেন। মোহাম্মদপুর এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৩ আসনের এমপি সাদেক খানকে বাদ দিয়ে আবারও এই আসনের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য জাহাঙ্গীর কবির নানককে। এ ছাড়া ফরিদপুর-১ আসনেও একইভাবে মনোনয়ন ফিরে পেয়েছেন আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য আবদুর রহমান। একইভাবে গত নির্বাচনে দলীয় মনোনয়ন থেকে ছিটকে পড়লেও এবার নিজ নির্বাচনী এলাকা মাদারীপুরের পরিবর্তে ঢাকা-৮ আসন থেকে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
বিতর্কিতদের অনেকেই বাদ : বিতর্কিত কর্মকাÐের সঙ্গে যুক্ত এমপিদের এবার দলীয় মনোনয়ন দেওয়া হবে না এমন ঘোষণা আওয়ামী লীগের হাইকমান্ডের পক্ষ থেকে আগেই দেওয়া হয়েছিল। আওয়ামী লীগের ঘোষিত মনোনয়নে বিতর্কিত কর্মকাÐের খবরের শিরোনাম হওয়া এমন অনেককেই বাদ পড়তে দেখা গেছে। এর মধ্যে আলোচিতরা হচ্ছেনÑ ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য খোন্দকার মোশাররফ হোসেন। তিনি আওয়ামী লীগ সরকারের পরপর দুই মেয়াদে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। অশ্লীল ও কুরুচিপূর্ণ ফোনালাপ ফাঁস হওয়ার পর ব্যাপক সমালোচনার মধ্যে পড়েন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। এরপর তিনি মন্ত্রিসভা থেকে বাদ পড়েন, হারান আওয়ামী লীগের পদও। এবার হারালেন দলীয় মনোনয়ন। বিতর্কিত মন্তব্যের জেরে সমালোচিত প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের আসন কুড়িগ্রাম-৪ এ এবার মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক উপকমিটির সদস্য মো. বিপ্লব হাসান। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদের সদস্য মহীউদ্দীন খান আলমগীরও এবার দলীয় মনোনয়ন পাননি। ব্যাংক কেলেঙ্কারি নিয়ে তার নাম আলোচনায় আসে। কচুয়া উপজেলা নিয়ে গঠিত চাঁদপুর-১ আসনে এবার মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ। হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৪ আসনে পরপর দুবার সংসদ সদস্য হয়েছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক পঙ্কজ নাথ। দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিরোধে বিতর্কিত হন তিনি। এখানে প্রথমবারের মতো প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ। সরকারি জমি দখলসহ নানা অভিযোগে বিতর্কিত হয়ে পড়েন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য সুবিদ আলী ভ‚ঁইয়া। এখানে এবার নৌকার মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর।
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়ও দলীয় মনোনয়ন হারিয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময় জমি দখলের অভিযোগ ওঠে। এখানে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুস সালাম। আবাসন ব্যবসায়ী এনামুল হক নানা কারণে আলোচনায় আসেন। ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রেরও ব্যবসা আছে তার। রাজশাহী-৪ আসনের এই সংসদ সদস্য এবার বাদ পড়েছেন। এখানে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য মো. আবুল কালাম আজাদ। নানা কারণে সমালোচিত হয়েছেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান। তিনি বর্তমান সরকারের শ্রম প্রতিমন্ত্রী। এখানে এবার নৌকার মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। বর্তমান সংসদের হুইপ সামশুল হক চৌধুরী বেশ কয়েকবার বিতর্কের মুখে পড়েন। তার চট্টগ্রাম-১২ আসনে এবার মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। অন্যদিকে চট্টগ্রাম-৪ আসনে গত দুবারের সংসদ সদস্য দিদারুল আলম। পাহাড় কেটে ইটখোলা স্থাপনসহ বিভিন্ন অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এবার সেখানে মনোনয়ন পেয়েছেন সম্প্রতি পদত্যাগ করা সীতাকুÐ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন। বনের জমি দখল ও অস্ত্রধারী নিয়ে মিছিল করে সমালোচিত হন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম। এবার সেখানে মনোনয়ন পেয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন আহমদ।
প্রবীণ হিসেবে বাদ পড়লেন যারা : এবার প্রবীণ নেতাদের অনেককেই দলীয় মনোনয়ন থেকে দূরে রাখার ঘোষণা দেওয়া হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে। এ কারণে বাদ পড়াদের তালিকায় রয়েছেন চট্টগ্রাম-১ আসন থেকে আওয়ামী লীগের সভাপতিমÐলীর এক নম্বর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, নওগাঁ-৪ আসন থেকে ছয়বারের এমপি ইমাজ উদ্দিন প্রামাণিক, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সিলেট-৫ আসনের চারবারের এমপি হাফিজ আহমেদ মজুমদার প্রমুখ।
চার আসনের হাল ধরছেন সাবেক আমলা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করার জন্য সরকারের সাবেক চারজন কর্মকর্তাকে এমপি প্রার্থী মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এই চার সাবেক আমলা হলেনÑ প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, সরকারি কর্ম-কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সাবেক সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসান।
মনোনয়ন পেলেন আইজিপির ছোট ভাই : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসন (দিরাই ও শাল্লা) থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের ছোট ভাই চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ। আওয়ামী লীগের প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্ত এই আসনের সংসদ সদস্য ছিলেন। মৃত্যুর পর আসনটিতে সংসদ সদস্য নির্বাচিত হন তার স্ত্রী জয়া সেনগুপ্তা। এবার মনোনয়ন পেলেন আবদুল্লাহ আল মাহমুদ।
মনোনয়ন পেয়েছেন ছয় ক্রীড়াব্যক্তিত্ব : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি সংসদীয় আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন ছয়জন ক্রীড়াব্যক্তিত্ব। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। অন্যদিকে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা দ্বিতীয়বারের মতো নড়াইল-২ আসন থেকে নৌকার মনোনয়ন পেয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হয়েছিলেন তিনি। নৌকার মনোনয়ন পেয়েছেন ক্রীড়া সংগঠন নাজমুল হাসান পাপন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তিনি। কিশোরগঞ্জ-৬ আসন থেকে এবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তিনি। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ক্রীড়া সংগঠক শফিউল আলম চৌধুরী (নাদেল) মৌলভীবাজার-২ আসন থেকে দলের মনোনয়ন পেয়েছেন। তিনি বিসিবির পরিচালকের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী খুলনা-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জ্যেষ্ঠ সহসভাপতি তিনি। এর আগেরবারও সংসদ সদস্য ছিলেন সালাম মুর্শেদী। ফুটবল সংগঠক কাজী নাবিল আহমেদকে আবারও নৌকার প্রার্থী করেছে আওয়ামী লীগ। যশোর-৩ আসন থেকে মনোনয়ন পেয়েছেন তিনি। অন্যদিকে দলীয় মনোনয়ন থেকে বাদ পড়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক নাঈমুর রহমান দুর্জয়। মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ছিলেন তিনি।