সিলেটে আ.লীগের ৬০ নেতাকর্মী গ্রেফতার

15

স্টাফ রিপোর্টার

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কল্পে সারা দেশে একযোগে পরিচালিত হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। এর অংশ হিসেবে গত দু’দিনে সিলেট বিভাগে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৬০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এর মধ্যে সিলেট মহানগরীতে ৯ জন, সুনামগঞ্জে ৭ জন এবং মৌলভীবাজারে ৪৪ জন।
সিলেটঃ সিলেট মেট্রোপলিটন পুলিশ ও মেট্রো পুলিশের আওয়তাধীন বিভিন্ন থানা এলাকা থেকে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধমে সিলেট মেট্রোপলিটন পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেট মহানগর ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুর রব হাজারী (৬২), ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদমান কবির (২৯), ১৪নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি মিনহাজ ইসলাম সৌরভ (২৬), ১৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সম্পাদক ফজলুর রহমান রনি (৩৭), সিলেট বিমানবন্দর থানার নাজিম উদ্দিন সবুজ (২৫), মহানগর সেচ্ছাসেবক লীগের ৭ নং ওয়ার্ড সহ সভাপতি হাসেম খান, ৪ং ওয়ার্ড আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আফরোজ (৬০), ছাত্রলীগ কর্মী ইয়ামিন আহমদ (২৪), দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জাহেদ আহম্মদ (৪২)।
সুনামগঞ্জঃ
সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গত দুই দিনে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোলেমানপুর গ্রামের বাসিন্দা ও দক্ষিণ শ্রীপুর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আকরামিন হোসেন (২১), শান্তিগঞ্জ থানার বগলাকাড়া গ্রামের বাসিন্দা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহŸায়ক মোঃ শাহান উদ্দিন (৩৩), সুনামগঞ্জ সদর উপজেলার মঙ্গলকাটা গ্রামের বাসিন্দা ও জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ রমজান আলী (৬০), মধ্যনগর থানার রৌহা গ্রামের বাসিন্দা ও বংশীকুন্ডা দক্ষিণ ইউপির ৪নং ওয়ার্ড কমিটির শ্রমিক লীগের সভাপতি মোঃ খোকন মিয়া (৪০), জগন্নাথপুর থানার কেশবপুর গ্রামের বাসিন্দা ও জগন্নাথপুর পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ কামরুল হাসান তেরা মিয়া (৪০), ছাতক থানার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ও ইসলামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জানে আলম (২৮) ও সুনামগঞ্জ সদর থানাধীন ঘাসিগাঁও গ্রামের বাসিন্দা ও জাহাঙ্গীরনগর ইউনিয়নের সাবেক যুবলীগের আহŸায়ক আবুল কালাম আজাদ (৪০)।
সুনামগঞ্জ পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান চলমান থাকবে।
মৌলভীবাজারঃ গত দুইদিনে জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৪৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা শ্রীমঙ্গল, কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
এর মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- শ্রীমঙ্গল উপজেলার মীর্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি করুণাময় দেব, একই ইউনিয়ন আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, বড়লেখা উপজেলার তালিমপুর আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ফয়জুর রহমান, পশ্চিম জুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি রাধাকান্ত দাস, কুলাউড়া উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল আহমেদ, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুন নূর ও কালাপুর ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি নাসিমুর রহমান মাশরাফি। এ ছাড়াও গ্রেপ্তার বাকিরা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী। মৌলভীবাজারের পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমের কাছে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ৮ ফেব্রæয়ারি একটি বিশেষ অভিযান শুরু করে বাংলাদেশ সরকার। এই অভিযানের মূল উদ্দেশ্য দেশব্যাপী সন্ত্রাসবাদ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা এবং অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা। বিশেষ করে, গাজীপুরের সাম্প্রতিক সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।