শাবলু শাহাবউদ্দিন
বস্তুবাদী স্বার্থ সিদ্ধি নয়ন অভিরাম
পুঁজিবাদী কাঁদছেও যদি টাকা-কড়ি আন,
শিক্ষা নীতি ধিক্কার স্মৃতি জ্বলছে অগ্নিবাণ
নীতি শিক্ষা স্মৃতি পাতায় তুলছে দেশের মান
আবার নীতি শিক্ষা আন, বাঁচা দেশের জাত মান সম্মান।
কলঙ্কিত বিমোহিত শিক্ষায় জাতি নরক আনীত
শিক্ষা বলে কি থাকিত, পণ্ডিতমশাইদের দান
নীতি শিক্ষা আন আবার নীতি শিক্ষা আন।
স্নাতক থেকে স্নাতকোত্তর হল, ডক্টরেটও পাস করিল
বিদ্যা নমক ডিগ্রি পেল, দেশকে ; করল মোহিয়ান
ওরা দেশের গর্বিত সন্তান, ওরা মায়ের বিশেষ একটা দান,
ওরা বিপথগামী কেন যে হল, দুর্নীতি হাত কেন ধরিল
রাষ্ট্রের কাছে প্রশ্ন করে, মূর্খ কৃষক চাষী জেলে জাতির প্রতি টান,
আবার নীতি শিক্ষা আন, বাঁচা দেশেরও সম্মান ।
ধর্মগীতি ব্যবসায়ী নীতি অর্থবাদী সমাজ কাঁদি
টাকার পিছে ঘুরছে মাদী, কুকুর বিড়াল খাচ্ছে যদি
শিক্ষা নামক আজক কৃতি; ছিল কি দরকার ?
বলি দেশের জনগণ, শোন দিয়া তোমরা মন
কি দরকার ঐ কমিশন, নীতি শিক্ষায় দেও মন,
দুর্নীতি আর কারসাজি উঠে যাবে সোজাসুজি
মাতৃকুলে পায় যদি ধর্ম কর্ম নীতির প্রীতি, আর থাকবে না দুর্নীতি।
বাস্তববাদ আর অর্থ স্বাদ উৎপাদন মুখি শিক্ষা থাক
পাশাপাশি নীতি শিক্ষার বিদ্যা একটু মাথায় রাখ
নীতি শিক্ষা যুক্তথাক, শিক্ষা আইন মুক্তি পাক
দেশধরিয়া দুর্নীতি আর কালবাজি নিপাত যাক।