ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড এ অনুষ্ঠিত হলো ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন। এই ক্যাম্পে ১৫জন ঠোঁট কাটা ও তালু কাটা রোগীর সফল অপারেশন সম্পন্ন হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সহযোগী অধ্যাপক ডাঃ হাসিব রহমান উক্ত অপারেশনের নেতৃত্ব দেন। টিমে এনেসথেসিস্ট হিসেবে ছিলেন শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইউনিটের এনেসথেসিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মলয় কুমার দাস ও কনসালটেন্ট ডাঃ মোকাদ্দেম হোসেন। এছাড়া সার্জিক্যাল টিমে ছিলেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ উম্মে সালমা পলি ও শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইউনিটের কনসালটেন্ট ডাঃ জাহাঙ্গীর হোসেন। টিমে অন্যান্যদের মধ্যে ছিলেন ইবনে সিনা হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন, সহকারী নার্সিং সুপারভাইজার কাওছার আলম ও মফিদুল ইসলাম।
ক্যাম্প বাস্তসবায়নে সার্বিক সহযোগিতা করেন ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড এর ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, ডিরেক্টর মেডিকেল সার্ভিসেস কর্ণেল (অবঃ) ডাঃ রুকনুল ইসলাম চৌধুরী, এজিএম এন্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ ওবায়দুল হক ও সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) বদরুল হক।
উল্লেখ্য, ২০১১ সাল থেকে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড এ পর্যন্ত প্রায় ৭০০০ অপারেশন সম্পন্ন হয়েছে এবং প্রতি মাসেই এই ফ্রি অপারেশন অনুষ্ঠিত হবে। স্মাইল ট্রেইন সৈয়দ নুরুদ্দিন আহমদ ফাউন্ডেশন এবং ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড এর যৌথ সহযোগিতায় ও অর্থায়নে এই ক্যাম্পটি পরিচালিত হচ্ছে। বিজ্ঞপ্তি