হরতালের প্রভাব নেই

38

স্টাফ রিপোর্টার :
দোকানপাট খোলা, রাস্তায় চলছে যানবাহন, অফিস-আদালতও চলছে যথারীতি। গতকাল বৃহস্পতিবার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা পঞ্চম দিনের হরতালে সিলেটে এ চিত্র দেখা গেছে। দিনের শুরুতে নগরীর উপকন্ঠে পাড়া-মহল্লায় মিছিল করেছে শিবির। ডজন খানেক শিবির নেতাকর্মী রাস্তায় আগুন জ্বেলে ব্যানার টানিয়ে বিক্ষোভ করেন। তবে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের রাজপথে কয়েকটি মিছিল ছাড়া আর দেখা যায়নি।
হরতাল উপেক্ষা করে ব্যবসায়ীরা দোকানপাট খোলা রাখলেও বিপণীবিতানগুলো বন্ধ রাখা হয়েছে। সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচল করতে দেখা গেছে। সিলেট রেল ষ্টেশন থেকে নির্দিষ্ট সময়ে ট্রেন চলাচল করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে, অবরোধ ও হরতালে নগরীর মোড়ে মোড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। সেই সঙ্গে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে টহল দিচ্ছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ। তিনি বলেন, দুপুর পর্যন্ত অবরোধ ও হরতালে কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি। তবে তিন জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।