কাজির বাজার ডেস্ক
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমাদেরও এক দফা, শেখ হাসিনার নেতৃত্বে সংবিধান অনুযায়ী নির্বাচন। অবাধ, নিরপেক্ষ নির্বাচনে যারা বাধা দিতে আসবে, আমরা তাদের প্রতিহত করব। বুধবার দুপুরে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বক্তব্যের শুরুতেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির খবর জানেন, তাদের এক দফা জানেন, এক দফা? এক দফা হলো শেখ হাসিনার পদত্যাগ। আমাদের দফা একটা শেখ হাসিনা ছাড়া কোনো নির্বাচন নয়। নির্বাচন শেখ হাসিনার সরকারের আমলেই হবে, শেখ হাসিনাই নেতৃত্ব দেবেন। তিনি বলেন, বাংলাদেশের জনগণ যাকে ভালবাসে, বাংলাদেশের জনগণ যে নেত্রীর বলিষ্ঠ সততাকে পছন্দ করে, মানুষ যেই নেত্রীর উন্নয়নকে পছন্দ করে, তিনি সারা রাত জেগে জেগে মানুষের কথা ভাবেন। রাত দুইটায় ফোন করেও তাকে পাওয়া যাবে, আমাদের এমন নেতা, আমরা তাকে হারাতে পারি না। তিনি আরও বলেন, বিএনপি জানে নির্বাচন হলে তারা হেরে যাবে। শেখ হাসিনার জনপ্রিয়তায় তারা ভেসে যাবে। আর সেই জন্য তারা আজ শেখ হাসিনাকে হিংসা, করে, ঘৃণা করে। সারা দেশে যে উন্নয়ন, সে উন্নয়ন যাদের পছন্দ নয়, তারা শেখ হাসিনাকে পছন্দ করে না। শেখ হাসিনার অপরাধ উন্নয়ন করেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন ২০৪১ সালের মধ্যে। আজ সেটা তার অপরাধ। আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি অনেক স্বপ্ন দেখেছিল, আজকেও কাঁথা বালিশ নিয়ে অনেক লোক আনার চেষ্টা করেছে। আগে একটা স্বপ্ন ছিল, গত ডিসেম্বরের স্বপ্ন, ওই স্বপ্ন গোপীবাগের গরুর হাটে মারা গেছে, ওই স্বপ্ন মরে গেছে। আরেক স্বপ্ন দেখছে, কী স্বপ্ন, শেখ হাসিনার পদত্যাগ, তত্ত¡াবধায়ক সরকার। ওই স্বপ্নও শেষ খবর পাওয়া পর্যন্ত নয়াপল্টনে কাদা পানিতে আটকে গেছে।
তিনি বলেন, বৃষ্টি পড়েছে না, এ বৃষ্টির পানিতে নয়াপল্টনে কাদা-পানি। ওর ভিতরে বিএনপির এক দফার স্বপ্ন আটকে গেছে। ঠিক কি না বলুন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলে ওঠেন ঠিক। কাদের বলেন, খেলা হবে। খেলা হবে, বিএনপির বিরুদ্ধে, দুনীতির বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জঙ্গিবাদ, অর্থ পাচারের, লুটপাটের, হাওয়া ভবনের বিরুদ্ধে, খেলা হবে। মোকাবিলা হবে, মাঠে হবে, মাঠে থাকবেন। বলে দিচ্ছি আমাদেরও নির্বাচন, তাদের এক দফা, আমাদের এক দফা সংবিধান সম্মত নির্বাচন। এই লক্ষ্য সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি।
তিনি বলেন, কোনো বাধা দেবো না, কোনো বাধা দেবো না। আমরা কাউকে আক্রমণ করতে যাব না। ঢাকায় আজ যারা বিদেশি বন্ধুরা এসেছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা চান, সুষ্ঠু, অবাধ, ফ্রি, ফেয়ার-ইলেকশন, আমাদেরও লক্ষ্য ফ্রি, ফেয়ার ইলেকশন। কিন্তু এই ফ্রি, ফেয়ার ইলেকশনকে যারা বাধা দিতে আসবে, আমরা তাদের প্রতিহত করব। আমরা প্রতিহত করবো, খেলা হবে নির্বাচন পর্যন্ত। খেলা চলবে, মাঠ ছাড়বেন না। যখনই ডাক দেবো, শেখ হাসিনার নির্দেশে, তখনই আপনারা মাঠে চলে আসবেন।
এ সমাবেশে ঢাকা মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড, পাড়া-মহল্লা থেকে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সমবেত হন।
দুপুর আড়াইটার আগে এ সমাবেশ শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। হাজার হাজার নেতাকর্মীর মিছিলে বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, জিপিও এলাকা লোকে লোকারণ্য হয়ে পড়ে।
নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিএনপি বর্তমান আওয়ামী লীগ সরকারের পতনের এক দফা কর্মসূচি ঘোষণা করতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। একই দিন প্রায় একই সময়ে রাজধানীতে সমাবেশের পাল্টা কর্মসূচি দেয় আওয়ামী লীগ।