সরকার সকল দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রয়েছে : জৈন্তাপুরে প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

3

মোরাদ হাসান, জৈন্তাপুর
জৈন্তাপুর উপজেলার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও ত্রান সামগ্রী বিতরণ করেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
শনিবার (১ জুন) বিকেলে জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ও কানাইঘাট চতুল বাজার পয়েন্টে বন্যা দুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পরবর্তীতে প্রতিমন্ত্রী নৌকা যুগে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন। এসময়ে প্রতিমন্ত্রী বলেন বিগত করোনা বন্যা পরিস্থিতে মানুষ না খেয়ে থাকে নি সরকার সকল দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রয়েছে। আমি বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা বাড়ানোর জন্য এলাকার বিষয়টি নিয়ে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলব। সরকার সব প্রতিক‚লতায় জনগণের পাশেই থাকবে। ত্রাণ সামগ্রী আরও বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলবো।
এসময়ে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাছির উদ্দীন খান, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এ, এস, এম, কাসেম, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার, জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নবনির্বাচিত চেয়ারম্যান এম লিয়াকত আলী, কানাইঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ফাতেমা তুজ জোহরা সানিয়া, জৈন্তাপুর মডেল থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম (পিপিএম), সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট ফখরুল ইসলাম, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাদ উদ্দিন, জৈন্তাপুর উপজেলা নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সোনারা বেগম, চিকনাগুল ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, জৈন্তাপুর ইউনিয়ন চেয়ারম্যান ফখরুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন চেয়ারম্যান বাহারুল আলম বাহার, কানাইঘাট সদর ইউনিয়ন চেয়ারম্যান আফছার উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জালাল উদ্দীন, জৈন্তাপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কুতুবউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মঞ্জুর এলাহী সম্রাট, সাধারণ ইমাম উদ্দিন, কৃষক লীগের যুগ্ম আহবায়ক কয়ছর আহমদ প্রমূখ।