স্টাফ রিপোর্টার :
সিলেট নগরীর চালিবন্দরের হাবিবুর রহমান মজলাই ও দক্ষিণ সুরমার জৈনপুরের প্রবাসী গোলাম কিবরিয়া হিরার মধ্যকার ভুল বুঝাবুঝির অবসান হয়েছে। এ কারণে চালিবন্দরের কয়েক কোটি টাকা মূল্যমানের জমি নিয়ে এ দু’জন একে অপরকে নিয়ে যে পাল্টা পাল্টি অভিযোগ করেছিলেন তাও প্রত্যাহার করে নিয়েছেন।
মঙ্গলবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তারা। পৃথক বক্তব্যে তারা দু’জনই বলেন, সম্প্রতি তারা একে অপরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে যেসব অভিযোগ তুলেছিলেন তা ভুল বুঝাবুঝি থেকে হয়েছিল।
সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের মধ্যস্থতায় এ ভুলবুঝাবুঝির নিষ্পত্তি হয়েছে। তাই এসব অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন তারা।
এখন থেকে তাদের একে অপরের প্রতি কোন ক্ষোভ, হিংসা বিদ্বেষ ও মনমালিন্য নেই বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন তারা।
গোলাম কিবরিয়া হিরা বলেন, ‘কিছু লোক তাকে ভুল তথ্য দিয়ে হাবিবুর রহমান মজলাইর সম্পর্কে এসব অভিযোগ তুলিয়েছিল। প্রকৃতপক্ষে তিনি এসব কাজে জড়িত নন। কাউন্সিলর আজাদের মধ্যস্থতায় এ ভুল বুঝাবুঝির অবসান হয়েছে।’
হাবিবুর রহমান মজলাই বলেন, গোলাম কিবরিয়া হিরা তার মামা হন। কিছু লোক তার সম্পর্কে তাকে (হিরা) ভুল বুঝিয়েছিল। কিন্তু তিনি তার ভুল বুঝতে পেরেছেন। এ কারণে এখন আর কোন বিরোধ নেই তাদের মধ্যে। সবাইকে বিষয়টি অবগত করতেই সংবাদ সম্মেলন করেছেন বলেও জানান তিনি।’