এস কে সিনহা সহ ১১ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

16

কাজিরবাজার ডেস্ক :
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করেছে দুর্নীতি দমন কমিশনর (দুদক)। এস কে সিনহা বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন।
ফারমার্স ব্যাংকের (বর্তমান পদ্মা ব্যাংক) ঋণ জালিয়াতি ও চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে গতকাল বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা থেকে মামলাটি দায়ের করা হয়। মামলার বাদি হয়েছেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।
মামলায় অভিযোগ করা হয়, নিরঞ্জন চন্দ্র সাহা ও মো. শাহজাহান ভূইয়া নামের দুই ব্যক্তি ২০১৬ সালে ফারমার্স ব্যাংকের গুলশান শাখায় দুটি হিসাব খুলেন। ওই শাখার কর্মকর্তাদের সহযোগিতায় তারা দুই কোটি টাকা করে মোট চার কোটি টাকা ঋণ নেন ব্যাংক থেকে। সেই টাকা জনৈক রণজিৎ চন্দ্র সাহার হাত ঘুরে বিচারপতি এস কে সিনহার বাড়ি বিক্রির টাকা দেখিয়ে তার ব্যাংকে জমা করা হয়।
এস কে সিনহা ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- ফারমার্স ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শামীম, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গাজী সালাহউদ্দিন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. জিয়াউদ্দিন আহমেদ, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সাফিউদ্দিন আসকারী, ভাইস প্রেসিডেন্ট মো. লুৎফুল হক, টাঙ্গাইলের বাসিন্দা মো. শাহজাহান, একই এলাকার নিরঞ্জন চন্দ্র সাহা, রনজিৎ চন্দ্র সাহা ও তার স্ত্রী সান্ত্রী রায়।