স্রষ্টাই জানে সব

14

নেছার আহমদ নেছার

যা ঘটে ধরায়Ñ
ক’টা মনে রাখা যায়?
মনের আয়নাতে কতটুকুই বা ক্ষমতা
সারাটা ভুবন ধরে রাখা যায় !!
শুধু স্রষ্টার মাঝেই অসীমতাÑ
সমস্ত চালিকা শক্তিটুকুও তার,
সৌর জগৎটা খুব নিখুঁত সুন্দর ভাবে
শ্বাশত নিয়মেই যাচ্ছেন চালিয়ে।
অনেকেরই জানার প্রবল বাসনা থাকেÑ
ছটফট করে তাই মন প্রাণ;
পৃথিবীর মহারহস্য-
প্রতিদিনের বিশ্বময় ঘটনা প্রবাহ
যা চলছে-চলার পথে
সবকিছু কোন দিনই হয় না জানা।
অজানার মাঝে ব্যকুলতা
জেগে থাকে অনন্তকাল জানার জন্যে,
কি জানলাম হয়তো অনেক বিজ্ঞের
প্রশ্ন রয়ে যায়-উত্তর একটাই এক অবিনশ্বর
স্রষ্টাই জানে সব ॥