বাংলাদেশ স্কাউটস, সিলেট জেলার ৫ম কাব ক্যাম্পুরী সমাপ্ত হয়েছে। জৈন্তাপুর উপজেলার চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয় ও চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্যাম্পুরীর মহাতাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ও বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের পৃষ্ঠপোষক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।
গত রবিবার সন্ধ্যা ৭টায় তাঁবু জলসার আলোচনা সভায় সভাপত্বি করেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা স্কাউটস সভাপতি এম কাজী এমদাদুল ইসলাম। স্কাউটার মুসলিমা বেগমের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল লে. কর্ণেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মৌরীন করিম, স্বাগত বক্তব্য রাখেন জেলা স্কাউটস সম্পাদক এমদাদুল হক সিদ্দিকী এএলটি।
৭ থেকে ১১ ফেব্র“য়ারী অনুষ্ঠিত ৫ দিন ব্যাপী ক্যাম্পুরীর উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপ-পরিচালক মীর মাহবুব আহমদ। সমাবেশ সাংগঠনিক কমিটির সভাপতি সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসলাম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের কমিশনার মুবিন আহমদ জায়গীরদার, স্কাউটার সালেহ আহমদের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাকা পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান ফাহিম আহমদ চৌধুরী, জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও স্কাউটস সিলেট অঞ্চলের ডিআরসি (প্রোগ্রাম) ডা. মোহাম্মদ সিরাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ক্যাম্পুরী চীফ, বাংলাদেশ স্কাউটস সিলেট জেলা কমিশনার ময়ুব আলী। বক্তব্য রাখেন জেলা স্কাউট সম্পাদক এমদাদুল হক সিদ্দিকী এএলটি, জেলা কাব লিডার ময়নুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি