সিলেট-সুনামগঞ্জ সড়কে আড়াই ঘন্টা শ্রমিকদের অবরোধ

17
সুনামগঞ্জে চার পরিবহন শ্রমিককে গ্রেফতারের প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকরা। ছবি- মামুন হোসেন

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জে পরিবহন দুই শ্রমিককে আটকের ঘটনার জেরে সিলেট-সুনামগঞ্জ সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন বাস মালিক-চালক সমিতির নেতৃবৃন্দ। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি পালন করেন পরিবহন শ্রমিকরা।
অবরোধ কর্মসূচি পালন কালে রবিবার দুপুরে কুমারগাঁওয়ে পরিবহন শ্রমিকরা রাস্তায় অবস্থান নেন। পরে এসএমপি’র জালালবাদ থানা পুলিশের হস্তক্ষেপে দুপুর দেড়টার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকরা।
এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, সুনামগঞ্জের ছাতকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) দুজন শ্রমিককে আটক করেছে। তবে কী কারণে আটক করেছে আমরা জানি না। এ ঘটনার জের ধরে বেলা সাড়ে ১১টায় সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন শ্রমিকরা।
এদিকে, দুপুর ১২টার দিকে সিলেটের কুমারগাঁওয়েও রাস্তায় অবস্থান নেন তারা। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে দুপুর দেড়টার দিকে অবরোধ তুলে নেন তারা এবং যান চলাচল স্বাভাবিক হয়। এখন পরিবহন শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা চলছে।