আনজুমানে খেদমতে কুরআন সিলেট-এর সহ-সভাপতি হাফিজ আব্দুল হাই হারুন বলেছেন- সমাজের বসবাসরত বিত্তবানদের সম্পদে অসহায় হত-দরিদ্র মানুষের অধিকার রয়েছে। অবহেলিত সুবিধাবঞ্চিত মানুষদের দুঃখ-দুর্দশা লাঘবে আমাদের দায়িত্ব ও কর্তব্য রয়েছে। নৈতিক দায়িত্ব বিবেচনায় অসহায় দরিদ্র মানুষের শীত নিবারণের জন্য সাধ্যমত সহযোগিতা প্রদান করতে হবে। আর্ত-মানবতার কল্যাণে কাজ করার নিমিত্তে অসহায় শীতার্ত মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসা উচিত। সকলে সম্মিলিত প্রচেষ্টায় শীতার্ত মানুষের শীত নিবারণ সহজতর হবে।
তিনি গতকাল সিলেট নগরীর ঘাসিটুলা লামাপাড়ায় আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সেক্রেটারী হাফিজ মিফতাহুদ্দিনের সভাপতিত্বে ও ১০নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল হাকিমের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আনজুমানের সদস্য মাওলানা মকছুছুর রহমান চৌধুরী, ঘাসিটুলা এলাকার মুরব্বী ও সমাজসেবক জিয়াউল হোসেন মিনু, মিানর আহমদ, হুমায়ুন কবির বদরুল, রিয়াজ উদ্দিন মেম্বার, সিরাজ উদ্দিন বাদশা, ওলীউর রহমান ও বাবুল মেম্বার প্রমুখ। বিজ্ঞপ্তি