দেশে ৭ হাজার পেরুলো দৈনিক শনাক্তের সংখ্যা, সর্বোচ্চ রেকর্ড

10

কাজিরবাজার ডেস্ক :
দেশে করোনায় ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৭ হাজার ৮৭ জনের। যা এখন পর্যন্ত করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড বাংলাদেশে। একই সময়ে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৩ জনের।
রবিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ও সংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলামের স্বাক্ষরিত করোনা সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, চব্বিশ ঘণ্টায় ৫৩ জনের মৃত্যু দিয়ে দেশে এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ২৬৬ জনে। আর একই সময়ে শনাক্ত হওয়া ৭ হাজার ৮৭ জনকে নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৩৭ হাজার ৩৬৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭০৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থের সংখ্যা ৫ লাখ ৫২ হাজার ৪৮২।