জেলা ও মহানগর মহিলা আ’লীগের আনন্দ শোভাযাত্রা

63

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় সিলেট জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে এক আনন্দ শোভাযাত্রা গতকাল ৭ নভেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় নগরীর রেজিস্ট্রারী মাঠ থেকে বের হয়। র‌্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
র‌্যালীতে উপস্থিত ছিলেন মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রুবি ফাতেমা ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি সালমা বাসিত, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলেন আহমদ, মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি কাউন্সিলর শাহানারা বেগম ও সাধারণ সম্পাদক আছমা কামরান, সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর আছমা বেগম, জেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি শামসুন নাহার মিনু, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবিন রুবা, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার স্বাস্থ্য বিষয়ক সম্পাদিকা ডা. নাজরা চৌধুরী, যুগ্ম সম্পাদক মাধুরী গুণ, মহিলা আওয়ামীলীগ নেত্রী নার্গিস সুলতানা রুমি, হামিদা খান লনী, রোকেয়া আক্তার চৌধুরী, হাসিনা বেগম, দিনা সরকার প্রমুখ। বিজ্ঞপ্তি