জেসমিন সুলতানা চৌধুরী
নিজের বোনের কটুক্তিতে মাথায় চড়ে খুন,
এমনভাবে জ্বলে যেন কাটা ঘায়ে নুন।
পরের বোনের কটুক্তিতে মনে জাগে সুখ,
হাসি মজা করতে তখন ফুলে ওঠে বুক।
দুষ্টু লোকের মা-বোন শুধু ঘরের নারী হয়,
পরো নারী দেখলে তারা করতে চায় যে জয়।
ঘরে তারা মুখোশ পরা ভদ্র তাদের রূপ,
বাইরে তারা লোলুপ চোখে গিলতে চায় যে টুপ।
নিজের মা-বোন নিজের কাছে পরম আপনজন,
পরের মা-বোন তাদের কাছে পরম স্নেহের ধন।
এ কথাটি মানতে চায় না পশু ধাঁচের কেউ,
তাইতো তারা হামলে পড়ে গর্জে উঠলে ঢেউ।
নিজের ভাইটি সুবোধ অতি ফুলের মতো মন,
গুণে মানে জগৎ সেরা পরম যত্নের ধন।
পরের ভাইটি খারাপ অতি তুচ্ছ করো ভাই,
এমন প্রীতি নোংরা নীতি সবখানেতে ছাই!
নিজের বেলায় কড়ায়গণ্ডায় হিসেবখানা চাই,
পরের বেলায় মহারথী ভাবখানা যে তাই।
দেশের মাথা খাচ্ছে কিনে এদের আপনজন,
সুবোধ মরে পথে- ঘাটে বাড়ে এদের ধন।